• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমের চেন্তচেল্লে এলাকায় পতিতাবৃত্তির জন্য ৪৬ বছরের এক চাইনিজ গ্রেফতার

Byadilzaman

Aug 17, 2013

অফিসিয়াল্লি এটি একটি শরীর ম্যাসেজ করার সেন্টার হিসেবে অনুমোদন প্রাপ্ত। কিন্তু সেখানে করা হতো দৈহিক ব্যবসার সব রকম অবৈধ কাজ কর্ম । ব্যবসার আয় বাড়ানোর জন্য এই পথ বেঁচে নিয়েছে বলে জানা গেছে তদন্তকালে। ৪৬ বছরের এই চাইনিজ মহিলা, তার ওয়ার্ক পারমিট মানে Permesso di soggiorne তো লেখা রয়েছে সে ইতালিতে বাসা বাড়ি কাজের জন্য রয়েছে, তার নিজের বাসা রোমের চেন্তচেল্লে এলাকার via dei Gelsi তে, সে এটিকে একটি ওরিয়েন্টাল ম্যাসেজ সেন্টার হিসেবে গড়ে তুলেছিল,এবং  ব্যাপক ভাবে নানা জায়গায় এর প্রচার করিয়েছে একটি ওরিয়েন্টাল ম্যাসেজ সেন্টার হিসেবে, তবে বাহির থেকে কেউ বুঝতে পারতনা এর ভিতরে আসলেই কি হচ্ছে। তবে এক সময় প্রতিবেশীদের সন্দেহ জাগলে তারা স্থানীও থানা মানে Commissariat Prenestino তে অভিযোগ জানালে, গোয়েন্দা পুলিশ সেই ম্যাসেজ সেন্টারের বাইরে অপেক্ষা করেতে থাকে প্রথম খদ্দারের।আর বেড় হওয়ার সাথে সাথে হাতে নাতে ধরে ফেলে। ম্যাসেজ সেন্টারের ভিতরে প্রবেশ করলে সেখানে আরেক জন ৩৮ বছরের চাইনিজ মেয়েকে পাওয়া যায়। সে অবশ্য ইতালিতে অবৈধ তার ইতালির লিগ্যাল কোন ডকুমেন্ট পাওয়া যাইনি। তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে, ইতালিতে অল্প কিছুদিন হয় এসেছে এবং এসেই এখানে কাজে লেগে যায়, তাকে খদ্দের প্রতি ৩০ ইউরো করে প্রদান করা হোত বলে তিনি যানায়। সেন্টারের ভিতর থেকে কনডম, চীনা ওষুধপত্র, কয়েকটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *