সমগ্র ইতালি জুড়ে মারাত্মক ভাবে বৃদ্ধি পাচ্ছে চোরের উপদ্রব। বর্তমানে তারা গাড়ি চুরি না করে চুরি করছে গাড়ির চাকা এবং বর্তমানে এর সংখ্যা মারাত্মক ভাবে বৃদ্ধি পাচ্ছে। রোমের লোকাল থানা থেকে একটি জরিপে বলা হয়েছে যে, গত এক মাসে রোমের বিভিন্ন এলাকায় এই পর্যন্ত ২০ টির উপরে গাড়ির চাকা চুরির মামলা করা হয়েছে এবং এদের প্রতিটি অনেকটা একি পদ্ধতিতে করেছে বলেও তারা জনান।থানা থেকে আর বলা হয় যে, বর্তমানে পুলিশের করা নিরাপত্তা এবং জায়গায় জায়গায় তাদের কন্ট্রোল করার ব্যবস্থা বারিয়ে দেওয়ার কারনে, এখন আর চোরেরা গাড়ি চুরি করে তেমন সুবিধা করতে পারেনা, তাই তারা বেছে নিয়েছে এই সহজ পদ্ধতি। কাজেই যারা রাস্তায় গাড়ি পার্ক করেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন।
রোমে গাড়ির চাকা চোরের উপদ্রব মারাত্মক ভাবে বৃদ্ধি

সফলতা অর্জনের পথে রোম-ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 777
ফ্রি ব্যক্তিগত বিজ্ঞাপন! রোমে কাবাবের দোকানের জন্য লোক প্রয়োজন সহ আরও কয়েকটি বিজ্ঞাপন।
রোমে সরকারি একটি যাত্রীভর্তি বাসে আগুন দেখুন ভিডিওটি
রোমের Palmiro Togliatti ষ্টেশনে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায় এক বিদেশী
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোমে মেট্রো সি এর প্রথম দেখা মিলল রোমান দের ভাগ্যে।
রোমে ৫০ ইউরো নোটের মোট ২০ হাজার ইউরো ও একটি সাইলেন্সার পিস্তল সহ তিন জনকে আটক করা হয়েছে।