• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

অনাস্থায় ভেঙ্গে গেল বাংলা প্রেস ক্লাব ইতালীর কার্যকরী কমিটি,আহ্বায়ক কমিটি ঘোষনা

ByLesar

Sep 12, 2013

অনাস্থায় ভেঙ্গে গেল বাংলা প্রেস ক্লাব ইতালীর কার্যকরী কমিটি, আহ্বায়ক কমিটি ঘোষনা মনিরুজ্জামান আহ্বায়ক, একে জামান সদস্য সচিব

বিশেষ প্রতিনিধিঃ বাংলা প্রেস ক্লাব, ইতালীর দীর্ঘ ১০ মাস অচল অবস্থায় থাকা, পূর্নাঙ্গ কমিটি গঠন না করতে পারা এবং সংগঠনের নেতৃবৃন্দ অনেকের সাংগঠনিক যোগ্যতা না দেখাতে পারায় এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়া যাচ্ছিল না। এরমধ্যে গতকাল সন্ধ্যায় প্রেসক্লাবের সিলেকশন কমিটি, কার্যনির্বাহী কমিটি ও বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ জরুরী সভায় মিলিত হয়।
উক্ত সভায় প্রেস ক্লাবের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রিয়াজ হোসেন কার্যকারী কমিটির প্রতি অনাস্থা প্রস্তাব আনলে কার্যকরী কমিটির ১৩ সদস্যের মধ্যে ৮ সদস্যের সম্মতি পাওয়ায় বাংলা প্রেস ক্লাব, ইতালীর কার্যকরী কমিটি ভেঙ্গে যায়।
পরবর্তিতে সিলেকশ কমিটি ও প্রধান উপদেষ্ঠা কাছে আহ্বায়ক কমিটির প্রস্তাব দিলে উপস্থিত বাংলা মিডিয়ার সকলের ঐক্যমতে তারা সম্মত হয়ে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চ্যানেল নাইন ইউকে’র ইতালী বুরো প্রধান, মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক এবং সাবেক সিনিঃ সহ সভাপতি ও এনটিভি ইউরোপের ইতালী প্রতিনিধি, একে জামানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় সংগঠনের স্বার্থে সকলে সম্মতি দেয় এবং সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ১ মাসের মধ্যে বাংলা মিডিয়ার সকল সাংবাদিকদের অংশ গ্রহনে বাংলা প্রেস ক্লাব, ইতালীর একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলা প্রেস ক্লাব ইতালী ও এনআরবি জাই’য়ের প্রধান উপদ্ষ্টো লুৎফর রহমান, স্বদেশ বিদেশ সম্পাদক ও এনআরবি জাই’য়ের সভাপতি, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান চুন্নু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ, উপদেষ্ঠা, হাবিব চৌধুরী, দৈনিক জন্মভূমি সম্পাদক শামিম কবির, হাসান মাহমুদ এটিএন বাংলা, একে জামান এনটিভি, মনিরুজ্জামান মনির চ্যানেল নাইন, রিয়াজ হোসেন, বাংলা ভিশন, জমির হোসেন যুগান্তর, ইস্তেকফার তৌফিক দৈনিক প্রবাসে প্রতিদিন, নিজাম উদ্দিন রোমের সময়, আল আমিন দৈনিক ধূমকেতু, মাহবুব আলম প্রধান চ্যানেল ৭১, জামিল আলম দৈনিক প্রথম সকাল, শিমুল রহমান দৈনিক জন্মভূমি। এছাড়াও যারা কর্ম ব্যস্ততার কারনে উপস্থিত না থাকতে পেরে মোবাইলে সম্মতি জানিয়েছেন জুমানা মাহমুদ, সুমন জাকির, নাজমুল আলম প্রমূখ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *