ইতালির নগরী রোমে যারা বসবাস করেন তাদের প্রায় সবাই এই MAS মার্কেট টিকে চিনেন। যেটি রোম প্রবাসীদের প্রাণকেন্দ্র ‘পিয়াসসা ভিত্তরিও’ এলাকার সাথে অবস্থিত। এটি শুধু প্রবাসী বাংলাদেশীদের জন্য নয় ইতালিতে বসবাসরত সকল দেশের বিদেশীদের কাছে খুন জনপ্রিয় ও প্রয়োজনীয় একটি শপিং মল হিসেবে পরিচিত এবং এরা যুগ যুগ ধরে তাদের সার্ভিস দিয়ে আসছিলো।
কেন এই শপিং মল প্রবাসীদের কাছে এতো জনপ্রিয়?:ইতালির রোমে এই একটি মাত্র নাম MAS, যার নাম মনে আসতেই মনে পড়ে যায় কম দাবে ও সাশ্রয়ী মুলে পণ্য ক্রয় করার কথা, কেননা ইতালির অন্যান্য শপিং মলের তুলনায় এই MAS মার্কেটে সব কিছুই অবিশ্বাস্য মূল্যে ক্রয় করতে পারা যায় এবং এই কারনেই এটি ইতালিতে বসবাসরত সাধারণ প্রবাসীদের কাছে এতো জনপ্রিয়। তবে দুঃখের হলেও সত্য বর্তমানে বিশ্ব মন্দার কারনে এই শপিং মলটি আর এগোতে পারছেনা, মালিক পক্ষ জানায় আগামী বছরের প্রথম দিকে তাদের কন্ট্রাক্ট শেষ, এবং বর্তমানে বেশ অনেকদিন ধরেই তারা আশাস্বরূপ ফল পাচ্ছেনা বিধায় শপিং মলটির পরবর্তী নবায়নে তারা আর নবায়ন করবেনা, তারা এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা এটি মলিক পক্ষকে বুঝিয়ে দিবে।
আর এই উপলক্ষে তারা তাদের ম্যাগাজিন খালি করার জন্য তাদের প্রতিটি পণ্যের উপর ৫০% ছাড় দিচ্ছে এবং এটি চলবে এবছরের শেষ পর্যন্ত মানে ৩১/১২/২০১৩ পর্যন্ত।এখন ওরা শুধু ওদের স্টক এর পণ্য ছেড়ে দিয়ে তাই ৫০% ছাড় দিচ্ছে। কাজেই আপনাদের যদি কেউ এই সুযোগটি হাত ছাড়া করতে না চান তাহলে যত তারাতারি পারেন MAS মার্কেটে শপিং করতে চলে যান। কেননা এখন যেটা পাবেন কালকে আর সেটা নাও পেতে পারেন। তাই তারাতারি করেন!! আগে আসলে আগে পাবেন। ওদের অফিসিয়াল ওয়েব সাইটে যেতে এখানে ক্লিক করুন।
এবং এখানে একটি ভিডিও রয়েছে চাইলে দেখতে পাড়েনঃ
[youtube lU8PuYAGHpY?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।