বৃহস্পতিবার প্রথম প্রহরে সময় ০০:০৭মিনিটের দিকে ইতালির আন্তর্জাতিক বিমানবন্দর ‘Leonardo Da Vinci’ সংক্ষেপে ফিউমিচিনো এয়ারপোর্টে আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়। এতে করে প্রায় ২০০ টির মতো বিমানের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। ইতালির বিভিন্ন পত্রিকায় বলা হয় আগুনে এয়ারপোর্টটির প্রধান টার্মিনাল ৩ তথা যে টার্মিনালে ৯০% আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়, সেই টার্মিনাল সম্পূর্ণ ভাবে অচল হয়ে পরে। এতে করে শতশত যাত্রীর এয়ারপোর্টে বাহিরে দুর্যোগ প্রহাতে হয়। আগুনে এয়ারপোর্টের বিভিন্ন পাসপোর্ট নিয়ন্ত্রণ কেবিন এবং প্রধান বাণিজ্যিক এলাকা সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যায়। একপর্যায়ে দমলকল বাহিনী ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উক্ত ঘটনা এয়ারপোর্ট সনলগ্ল রোমের হাইওয়ে সাধারণ যানবাহনের জন্য চলাচল বন্ধ করে দেওয়া হয়, যেখানে শুধু মাত্র জুরুরী কাজে নিয়োজিত সরকারি জানবহন চলাচল অব্যাহত থাকে। এবং রোম তেরমিনি থেকে এয়ারপোর্ট গামী ট্রেন স্তগিত করে দেওয়া হয়।
ইতালির রোম এয়ারপোর্ট ফিউমিচিনো তে আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি।
বাংলা প্রেস ক্লাব ইতালী’র কমিটি গঠন, সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাওন আহমেদ
সতর্কবার্তা ইতালির রোমের উত্তর অঞ্চলের পানিতে আর্সেনিক পাওয়ায় পানি পান না করার নির্দেশনা।
রোমের তরপিনারতারায় ছিনতাইকারী পিস্তল সহ ছিন্তাই করতে গেলে ঘটনা স্থল থেকে ধরা পরে।
রোমে তিন বাঙ্গালী গ্রেফতার পর্যটক এলাকায় ছিনতাই এর অভিযোগে!
ইতালীর বাংলা মিডিয়ার সঙ্গে ইউরোপীয় প্রবাসী প্রতিষ্ঠাতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মরন নেশা ইয়াবা এখন ইতালির রোমে.