ইতালীর রোমে সেন্তসেল্লে আর্দশ বিদ্যা নিকেতন এর ৪র্থ বছরপূর্তি এবং ৫ম বছরে পর্দাপন উপলক্ষে স্কুল ভবনে অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
গত ২৭ এপ্রিল রবিবার এ অনুষ্ঠানে কেক কাঁটা সহ ২০১৩ সালের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়।স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা আক্তারের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালী বিএনপি’র সভাপতি, লকিয়ত উল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ইতালী শাখার সভাপতি, হাবিবুর রহমান নাজমুল সহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অভিভাবকদের উপস্থিতিতে বক্তারা বলেন, কয়েক দিন আগেও বাংলা স্কুল খোলার প্রতিযোগীতা লক্ষ্য করা গেলেও বর্তমানে এই সেন্তসেল্লে আর্দশ বিদ্যা নিকেতনই রোমের একমাত্র বাংলা শিক্ষা প্রতিষ্ঠান। অনেক প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এখনো শান্তিপূর্নভাবে বেড়ে ওঠা শিশুদের বাংলাদেশের শিক্ষা বোর্ড অনুযায়ী শিক্ষা দেয়ার এই প্রতিষ্ঠানকে বিভিন্ন দিক থেকে সকলের সহযোগীতা করতে হবে।বক্তারা মনে করেন যেসকল স্কুল বন্ধ হয়ে গেছে তা আবার পূণরায় শুরু করতে পারলে বরং আমাদের শিশুরাই উপকৃত হবে।সাংস্কৃতিক শিক্ষিকা আতাশি সাহা’র সহযোগীতায় স্কুলের শিশুরা গান, কবিতা পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে …এনিয়ে দেখুন একটি ভিডিও প্রতিবেদন।
ইতালীর রোমে সেন্তসেল্লে আর্দশ বিদ্যা নিকেতন এর ৪র্থ বছরপূর্তি
গতকাল ইতালির রোমে অবৈধ ব্যবসায়ী হকার দের ব্যাপক ধরপাক! ভিডিও সহ
ইতালীতে বড় ভূমিকম্পে বাংলাদেশীরা নিরাপদে আছেন : রাষ্ট্রদূত
ইতালির রোমে মেট্রো এ লাইনে মারাত্মক এক্সিডেন্ট। এ নিয়ে যা বললেন!! মেট্রোচালক?
স্পেনের পুলিশ ইতালির রোমের বিভিন্ন এলাকায় দেখা মিলছে!! কি করছে তারা?কেনই বা তাদের এখানে দেখা যাচ্ছে?
ইতালিতে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এক প্রবাসী মায়ের কঠোর পরিশ্রম। ভিডিও সহ।
রোমে নতুন আরেকটি Apple Store খুলা হচ্ছে আগামী ৩১ আগস্ট ২০১৩ Euroma2 নামক শপিং মলে।