• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমের ভয়াবহ অবস্থা এখনো পানির নিচে ডুবে আছে অনেক এলাকা।

মাত্র দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টিপাত সাথে ঝড়ো বাতাসের কারনে ইতালির প্রধান নগরী রোমে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন তাদের কাছে পুরো ব্যাপারটি অনেকটা হলিউডের ছবির মতো মনে হচ্ছে আজ ২৭ আগস্ট ২০১৩। হলিউডের ছবিতে যেমন দেখা যায়, হটাত করে মুষলধারে বৃষ্টি সাথে ঝড়ো বাতাসের প্রচণ্ড চাপে গাছপালা ভেঙ্গে পড়ছে, অল্প সময়ের মধ্যে রাস্তা ঘাট পানিতে তলিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, আজকে রোমের এই খারাপ আবহাওয়া মানুষের মনে অনেকটা সেইরকম একটি দোলা দিয়ে গেলো। এতে রোমের প্রায় অনেক এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিশেষ করে যানবাহন নিয়ে চলাচল কারিদের নানান সমস্যায় পরতে হয়েছে। অনেকেই নিজস্ব গাড়িনিয়ে আঁকটা পরেছেন, অনেকের গাড়ির উপর ভেঙ্গে পড়েছে গাছপালা সহ অন্যান্য দ্রব্যাদি। যারা সরকারী যানবাহন করে কাজে যান বা চলাচল করেন তারা পড়েছেন সবচাইতে বড় সমস্যায়। রোমের মেট্রো লাইন A বন্ধ করে দেওয়া হয়েছে, নানান জায়গায় সরকারী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ইতালির এয়ারপোর্ট এর অনেক বিমানের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে । এতে অনেকের এক্সিডেন্ট করে হাঁসপাতালে রয়েছেন।এক কথায় আজকেই দিনটি ছিল ইতালির নগরী রোমের জন্য এক কালো দিন। [[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *