• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

গতকাল ইতালির রোমে ট্রাম দুর্ঘটনায় ১৭ জন আহত

ByLesar

Oct 8, 2013

গতকাল 07-oct-2013 ইতালির নগরী রোমে তেরমিনি থেকে জিয়ারদিনেত্তি ও জিয়ারদিনেত্তি থেকে তেরমিনি চলাচল কারী লাইনের দুই ট্রাম এর পাশাপাশি সংঘর্ষে এক্সিডেন্টটি ঘটে। রোমের তররে মাউরা নামক এলাকায় Via Enrico Giglioli এবং Via Casillina নামক রোডের কাছা কাছি সকল ৯:৫০ এর কিছুক্ষণ পরে এই দুর্ঘটনা ঘটে। যেখানে ট্রাম ড্রাইভার সহ মোট ১৭ জন যাত্রী আহত হয়, তবে তাদের মধ্যে মারাত্মক ভাবে কেউ আহত হয়নি এবং তাদের সুরক্ষার কথা চিন্তা করে ঘটনাস্থল থেকে ১২ জন যাত্রীকে Vannini, Policlinico Tor Vergata, San Giovanni e San Sebastiano di Frascati নামক তিনটি ভিন্ন ভিন্ন হাসপাটালে নিয়ে যাওয়া হয় কন্ট্রোল করার জন্য। এবং বাকী ৫ জনকে সরাসরি ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ট্রাম দুইটি মাত্রই জিয়ারদিনেত্তির প্রধান স্তপিজ বা কাপলিনেয়া থেকে রউনা করেছিলো তেরমিনির উদ্দেশ্যে কিন্তু ভাগ্যক্রমে সামান্য যেতে না যেতেই পিছনের ট্রামটি গিয়ে ধাক্কা দেয় সামনেরটিকে। এতে ট্রাম এর সামনের দিকের সামান্য ক্ষতি  গ্রস্ত হয়। তবে ভাগ্য ক্রমে ট্রামটিতে অবস্থান কারী যাত্রীরা   অল্পের জন্যে অনেক বড় রকমের বিপদের হাত থেকে বেঁচে যান। নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube AwjY0OmZ3o4?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *