• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমে ৫০ ইউরো নোটের মোট ২০ হাজার ইউরো ও একটি সাইলেন্সার পিস্তল সহ তিন জনকে আটক করা হয়েছে।

ByLesar

Jan 22, 2014

৫০ ইউরো জাল করে সেই ইউরো দিয়ে অল্প দামের পণ্য ক্রয় করে আসল ইউরো হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রটির প্রধান লক্ষ্য। তিন জনের এই টিম যাদের সবাই ইতালিয়ান নাগরিক। এদের মদ্ধে ৩১ ও ৪১ বছরের দুইজন পুরুষ ও ২৯ বছরের একজন মহিলা জড়িত। তবে দীর্ঘদিন স্তায়িত্ত করতে পারেনি তাদের এই লুকোচুরি খেলা। ইতালির ফ্রেসকাতি একালার রেডিওমোবাইল বিভাগের কারাবিনিয়েরির বিশেষ টিম গতকাল তাদের তিনজনকেই হাতেনাতে গ্রেফতার করে। একি সুপারমার্কেটে বেশ কয়দিন ধরে জালটাকার খেলা খেলতে খেলতে মার্কেট কর্মকর্তার সন্দেহের কারন হয়ে দারায় এবং তারা দ্রুত রেডিওমোবাইল বিভাগের বিশেষ টিম কারাবিনিয়েরির কাছে বিষয়টি জানানো হলে তারা গোপনে এর তদন্ত শুরু করে,এবং গতকাল ইতালির রোমের তর বেল্লা মোনাকা নামক এলাকার একটি এপার্টমেন্টে তল্লাশি চালিয়ে তাদের তিনজনকে একসাথে পাওয়া যায় এবং ঘরের ভিতর ২০ হাজার ইউরোর প্রতিটি ৫০ ইউরোর জাল নোট ও একটি পিস্তল সাইলেন্সার সহ উদ্ধার করা হয়। বর্তমানে তিন জন পুলিশের হেফাজতে রয়েছে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *