• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাংলা প্রেস ক্লাব ইতালীর,নির্বাহী কমিটির সভায় খান রিপনকে বহিস্কারের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত।

ByLesar

Sep 18, 2013

বাংলা প্রেস ক্লাব ইতালীর নির্বাহী কমিটির সভায় সর্ব সম্মত সিদ্ধান্তে খান প্রেস ক্লাবের অনাস্থা সাবেক সভাপতি খান রিপনকে সংগঠনের সাধারণ সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে।
২০১৩ জানুয়ারীতে অনষ্ঠিত কাউন্সিলে অনুমোদিত বাংলা প্রেস ক্লাব, ইতালীর গঠনতন্ত্রের ১৬/১ এর ধারা অনুযায়ী তাকে সভাপতির পদ থেকে আগেই নির্বাহী কমিটির সদস্যরা অনাস্থা জ্ঞাপন করে। পরে সংগঠন বিরোধী কর্মকান্ড এবং নৈতক স্খলজনিত কারনে অভিযোগে গঠন তন্ত্রের ৭ এর খ/১ উপধারা অনুযায়ী তাকে বহিস্কার করা হয়। এই বহিস্কারাদেশ অবিলম্বে কার্যকর হয়েছে। তবে গঠনতন্ত্রের সু নির্দিষ্ট ধারা অনুযায়ী তার আপিল করার সুযোগ রয়েছে। বাংলা প্রেস ক্লাব ইতালীর নব নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি একে জামান, সহ সভাপতি জমির হোসেন, এম এম হক রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক ইস্তেগফার তৌফিক, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক জামিল আলম, সাংস্কৃতিক সম্পাদক শিমুল রহমান, সদস্য হাসান মাহমুদ, ইকবাল হোসেন, হাবিবুর রহমান চুন্নু, বিটু মজুমদার, মিনহাজ হোসাইন পিন্টু, নাজমুল আলম, রাকিব হাসান, এ এ রাকিব প্রিন্স, কায়সার হামিদ সহ আরো অনেকে। সভায় গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও বাংলা প্রেস ক্লাব ইতালীর সকল সদস্যের আইডি কার্ড, সংগঠনের প্রচার প্রচারনা ও ইতালীস্থ বাংলাদেশ কমিউনিটির সুবিধার্থে বিভিন্ন তথ্যাবলী তুলে ধরতে একটি (www.banglapressclubitaly.com) ওয়েব সাইট খোলা ও রোমের রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, শিক্ষামুলক সকল ইতিবাচক কর্মকান্ডে প্রেস ক্লাব অগ্রনী ভুমিকা রাখবে বলে উল্লেখ করেন।রোমে বসবাসরত বাংলাদেশীদের কিংবা বাংলাদেশ কমিউনিটির কৃষ্টি, সংস্কৃতি বিদেশীদের মাঝে তুলে ধরতে অগ্রনী ভুমিকা পালন করে যাবে বলে সাংবাদিকরা উল্লেখ করেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *