• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমে ঈদুল আজহা ২০১৩ পালন।এ নিয়ে রয়েছে দুইটি ভিডিও রিপোর্ট একসাথে

ByLesar

Oct 16, 2013

পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মানবজাতিকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করতে প্রটি বছর আমাদের মাঝে হাজির হয় এই উৎসব। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল এই দিনটি, তাই ত্যাগের আদর্শ অনুসরণের তাগিদ দেয়।মহান আল্লাহতায়ালার আদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রায় চার হাজার বছর আগে মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.) নিজ শিশুপুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নিয়ে ইসলামের ইতিহাসে ত্যাগের এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সেই থেকে বিশ্ব মুসলিম প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ প্রিয় পশু কোরবানি করে থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। বিশ্ব মুসলিমের মতো ইতালি প্রবাসীদের অনেকেই পশু কোরবানি দেওয়া সহ রোমের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সহ প্রায় ২০টি পৃথক পৃথক স্থানে ঈদের নামাজ আদায় করেন। প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আপনাদের জন্য আমরা নিচে চ্যানেল এস এর সাইরা হোসেন রানী ও বাংলা টিভির শাওন এর করা দুইটি রিপোর্ট এক সাথে তুলে ধরলাম।

[youtube 9s_FvJ6uJoc?modestbranding=1&rel=0 nolink]

[youtube sC5v8vf4Rhg?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *