ইতালি রাজধানী রোমে প্রবাসীদের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে ধর্মপ্রাণ মুসলমানদের সংখ্যা। প্রবাসে থেকেও নিজেদের ধর্ম ও মহান আল্লাহর কাজে লিপ্ত থাকতে ইতালীর রোমে প্রতিষ্ঠিত হচ্ছে একের পর এক মসজিদ। ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত “মাসুদ বিন মোমেন” এই মসজিদের আনুষ্ঠানিক উদ্ভোবন করেন। উদ্ভাবনের শেষে তিনি আশা প্রকাশ করে বলেন প্রবাসী মুসলমানেরা এখানে ধর্মপালন ছাড়াও বড় হওয়া আগামী প্রজন্মকে ইসলামী সংস্কৃতিতে গড়ে তুলতে পারবেন।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube hK_5zrjqSbA?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]