গতকাল সকালে ইতালির নগরী রোমের চোদ্দর পড়তার সাথে Palmiro Togliatti ষ্টেশনে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায় আলবানিয়া ও মাচেদনিয়ার পার্শ্ববর্তী দেশ Kosovo এর ৩৫ বছরের এক বেক্তি। এক্সিডেন্টটি ঘটে গতকাল ২০/০৩/২০১৪ বেলা ১১ টার দিকে FL2 লাইনের Avezzano-Tivoli-Roma র পথে চলাচল করা ট্রেনে। ঘটনার বাদী হিসেবে ঐ স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্য দেখে বোঝা যাচ্ছিলো ভিকটিম ট্রেন লাইনের মধ্যে অবস্থান করছে। কিন্তু কেন বা কি কারনে সেখানে গিয়েছে অথবা কি করছিলো সেই বিষয়টি এখনো পরিস্কার নয়। এটা আসলে সুইসাইড না এক্সিডেন্ট এই বিষয়টিও এখন পর্যন্ত পরিস্কার নয়। তবে এ নিয়ে তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘণ্টা ৪ ঐ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল এবং সেই লাইনে টেম্পোরারি ট্রেন এর পরিবর্তে বাস সার্ভিস দিয়ে দেওয়া হয়।
রোমের Palmiro Togliatti ষ্টেশনে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায় এক বিদেশী
ইতালীতে বাংলাদেশীদের পথপ্রদর্শকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ (ভিডিও সহ)
ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশী শিশুশিল্পীদের ফ্যাশান শো
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতালী প্রবাসীদের পছন্দের তালিকার শীর্ষে
ইতালিতে ভালো নেই প্রবাসী বাঙ্গালিরা!!
ইতালির রোমে বর্ণবাদীদের হামলা রুখে দাঁড়াতে বিক্ষোভ মিছিল
রোমে২০১৩জুন মাসথেকে নামছে নুতুন যাত্রীবাহী বাস