• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমের Palmiro Togliatti ষ্টেশনে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায় এক বিদেশী

ByLesar

Mar 21, 2014

গতকাল সকালে ইতালির নগরী রোমের চোদ্দর পড়তার সাথে Palmiro Togliatti ষ্টেশনে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায় আলবানিয়া ও মাচেদনিয়ার পার্শ্ববর্তী দেশ Kosovo এর ৩৫ বছরের এক বেক্তি। এক্সিডেন্টটি ঘটে গতকাল ২০/০৩/২০১৪ বেলা ১১ টার দিকে FL2 লাইনের Avezzano-Tivoli-Roma র পথে চলাচল করা ট্রেনে। ঘটনার বাদী হিসেবে ঐ স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্য দেখে বোঝা যাচ্ছিলো ভিকটিম ট্রেন লাইনের মধ্যে অবস্থান করছে। কিন্তু কেন বা কি কারনে সেখানে গিয়েছে অথবা কি করছিলো সেই বিষয়টি এখনো পরিস্কার নয়। এটা আসলে সুইসাইড না এক্সিডেন্ট এই বিষয়টিও এখন পর্যন্ত পরিস্কার নয়। তবে এ নিয়ে তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘণ্টা ৪ ঐ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল এবং সেই লাইনে টেম্পোরারি ট্রেন এর পরিবর্তে বাস সার্ভিস দিয়ে দেওয়া হয়।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *