• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাংলা প্রেস ক্লাব ইতালী’র কমিটি গঠন, সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাওন আহমেদ

ByLesar

Sep 13, 2013

বাংলা প্রেস ক্লাব, ইতালীর আহ্বায়ক কমিটি গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় রোমের তরপিনাত্তারায় আহ্বায়ক, মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব একে জামানের পরিচালনায় সভায় সকল সাংবাদিকদের আলোচনা ও ঐক্যমতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভাপতি পদে মনিরুজ্জামান মনির, একে জামান এবং পিন্টু হোসেন প্রতিদ্বন্দিতা করলে পরবর্তীতে মনিরুজ্জামান মনিরকে সমর্থনের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। সাধারন সম্পাদক পদে শাওন আহমেদ এবং রিয়াজ হোসেন প্রতিদ্বন্দিতা করলে একইভাবে সমর্থনের মাধ্যমে শাওন আহমেদকে সাধারন সম্পাদক পদে পুনরায় মনোনীত করা হয়।

এসময় উপস্থিত সকলেই করতালি দিয়ে স্বাগত জানান বাংলা প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনিরকে। তিনি বলেন, আমি বাংলা প্রেস ক্লাব ইতালীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হলেও বিভিন্ন জটিলতার কারনে সংগঠনকে যতটুটু দেবার ততটুকু হয়তো পারিনি তবে আজ আপনারা বাংলা প্রেস ক্লাবের ২য় কাউন্সিলের মাধ্যমে সভাপতি পদে মনোনয়ন করে আবার সেই সুযোগ দিয়েছেন বাংলা প্রেস ক্লাবকে এগিয়ে নেবার এবং এই সংগঠনের মাধ্যমে ইতালীর বাংলা কমিনিউটিকে দেবার।
নব্য সভাপতি আরো বলেন, আমি সংগঠনের সকল সদস্যের যথার্থ মূল্যায়নের মাধ্যমে বাংলা প্রেস ক্লাব ইতালীকে সর্বোচ্চ সম্মানীয় স্থানে নিতে চাই তবে তার জন্য দরকার আন্তরিকতা এবং সকলের সহযোগীতা।
এছাড়াও নব নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, বিগত দিনে যতটুকু ব্যর্থতা রয়েছে সবটুকু পিছনে ফেলে এই বাংলা প্রেস ক্লাবকে এগিয়ে নিতে যেতে হবে। আমরা বিগত দিনে যা করতে পারিনি সবার সহযোগীতায় এবার করতে চাই।
এছাড়া যারা পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন তারা হলেন সিনিয়র সহ সভাপতি একে জামান, সহ সভাপতি জমির হোসেন এবং রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন এবং আল আমিন, সাংগঠনিক সম্পাদক ইস্তেগফার তৌফিক, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল রহমান, ইমিগ্রেশন ও আন্তর্জাতিক সম্পাদক জুমানা মাহমুদ। সদস্য পদে যারা রয়েছেন তারা হলেন হাসান মাহমুদ, ইকবাল হোসেন, হাবিবুর রহমান চুন্নু, বিটু মজুমদার, সায়রা হোসেন রানী, মিনহাজ হোসেন, ইমরান হোসেন, হাফিজুর রহমান, নাজমুল আলম, এ এ রাকিব প্রিন্স, কায়সার হামিদ, রাকিব হাসান, ইয়াছিন আরাফাত।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *