মনিরুজ্জামান মনিরঃ রোম-ঢাকা-রোম রুটে সম্পূর্ণ নতুন ও উন্নত সেবার মান নিয়ে আবার আসছে বোয়িং 777 পালকি জানালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ইতালী ও গ্রিসের কান্ট্রি ম্যানাজার, মোঃ শামসুল হুদা এবং Distal & itr Group এর Commercial Vice President, Francesco Veneziano (ফ্রানস্সেকো ভেনেজিয়ানো) জানান, এবার আরো সুযোগ সুবিধা থাকছে সম্পূর্ণ নতুন বোয়িং 777 পালকিতে।
গতকাল ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় ভিত্তোরিও’র একটি চার তারকা হোটেলে বিমান ও ডিসটাল এন্ড ই.টি.আর গ্রুপ কতৃক আয়োজিত বিজনেস ডেভেলাপমেন্ট ডিসকাশন অনুষ্ঠানে বিমান ও ডিসটাল কতৃপক্ষ এবং বাংলাদেশী ট্রাভেলস এজেন্সি এসোসিয়েশন অব ইতালীর সভাপতি, জাহাঙ্গীর ফরাজী এবং সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম খান সহ সকল নেতৃবৃন্দ ও ট্রাভেল এজেন্সির মালিকরা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছে চ্যানেল নাইন ইউকের ইতালী বুরো প্রধান মনিরুজ্জামান মনির ..
আবার ফিরে আসছে পালকি, ইতালীর রোম স্টেশনে সময়সূচি নিয়ে বিমানের দীর্ঘ দিনের যে বদনাম বা যাত্রীদের অভিযোগ ছিল তা সম্পূন অতিক্রম করে আগামী ৬ ডিসেম্বর থেকে রোম-ঢাকা-রোম রুটের বিমান বহরে আবার যোগ দিচ্ছে বোয়িং ৭৭৭ পালকি।
এছাড়াও বিজনেস ডেভেলাপমেন্ট ডিসকাশন অনুষ্ঠানে কান্ট্রি ম্যানাজার, মোঃ শামসুল হুদা, ৫৭০ ইউরোতে রোম-ঢাকা-রোম টিকেটের সাথে প্রত্যেক যাত্রীর ৪০ কেজি মালামাল বুকিং সুবিধা দেয়া বিমান অফারের কথা উল্লেখ করেন । তবে এ সুযোগ থাকছে ২২ আগষ্ট থেকে ৩০ সেপ্টম্বর এবং আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
এছাড়াও কান্ট্রি ম্যানাজার বলেন, দেশীয় খাবারসহ শিশুদের অতিরিক্ত যত্ন ও অন্যান্য সুবিধাধি নিয়ে রোম ঢাকা রোম রুটে বিমান যে সেবা দিবে তা অন্য কোন এয়ারলাইন্স দিতে পারবেনা। এসময় Distal & itr Group এর Commercial Vice President, Francesco Veneziano তুলে ধরেন কেন পালকির সেবা গ্রহন করবেন।
নিজেদের ব্যবসার পাশাপাশি বিমানকে এগিয়ে নেয়ার কথা বলেন, ট্রাভেল এসোসিয়েশনের নৃত্রীবৃন্দ ও মালিকরা
বাংলাদেশের পতাকা বহনকারী বিমানের সর্বোচ্চ সেবা গ্রহনে এগিয়ে আসবে দেশের অর্থনীতিতে অবদান রাখা সকল প্রবাসী এমন আশা করেন বিমান কতৃপক্ষ এবং ট্রাভেল ব্যবসায়ীরা। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুনঃ
[youtube 7St_S4DVOMU?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]