• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় নয় এবার মানবপাচার হচ্ছে অস্ট্রেলিয়ায়!

একই দালালের হাত ধরে নানা প্রলোভনে এক শ্রেণীর মানুষকে অস্ট্রেলিয়ায় পাঠানো কথা বলে বিভিন্ন উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে।এর মধ্যে প্রায় দুই শতাধিক মানুষকে আইন প্রয়োগকারি সংস্থার লোকজন আটক করলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এ মানবপাচার। অনুসন্ধানে জানা যায়, গত ১৭ এপ্রিল শনিবার থেকে কক্সবাজার, উখিয়া ও কক্সবাজার থেকে সমুদ্রপথে অবৈধভাবে যাত্রাকালে বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সদস্যরা দুই শতাধিক মানুষকে আটক করেছে। এসব ঘটনায় ৫০ মানবপাচারকারি দালালকে আসামিকে করে ৮টি মামলাও হয়েছে। আইন প্রয়োগকারি সংস্থার পক্ষ থেকে এদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রা বলা হলে অনুসন্ধানে পাওয়া গেছে ভিন্ন তথ্য। আটক এসব মানুষের অনেকেই জানিয়েছেন, তাদের জাহাজ করে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত দু’টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী মোহনা থেকে ৩৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁকখালী নদীতে তিনটি নৌকার যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো কথা বলে। পরে যাত্রীরা জানায় তাদেরকে নৌকা যোগে সাগরে নিয়ে জাহাজে করে পাঠানো হবে। দালালচক্র টাকা বিনিময়ে তাদের কক্সবাজার নিয়ে এসেছে। আটকদের মধ্যে দু’জন স্থানীয় দালাল এবং ৩৭ জন যশোরের বাসিন্দা রয়েছে। পরে তাদেরকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে। এর মধ্যে আটক যশোরের একজন জানান, নগদ ৩০ হাজার টাকায় তাদের অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা ছিল। নৌকা করে গভীর সাগরে অপেক্ষারত একটি জাহাজে তুলে দিয়ে অস্ট্রেলিয়ায় রওয়ানা হওয়ার কথা। এর আগে বুধবার টেকনাফে আটক করা হয় ৫৭ জনকে। ইতোমধ্যে এ ঘটনায় পুলিশ-বিজিবি বাদী হয়ে ২২ দালালের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার রাতে টেকনাফ থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, টেকনাফ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে টেকনাফ থানার উপ পরিদর্শক এসআই আবদুল মোনাফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার মৃত হাকিম আলী প্রকাশ ফুরিক্কার ছেলে মোজাহার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান।আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *