দেশে বর্ষা মৌসুম শুরু হতে আর বেশি দিন নেই। ক্যালেন্ডার বলছে আর মাত্র দু‘ এক সপ্তাহ পরেই শুরু হবে আষাঢ় মাস। বছরের এ সময়টিতে বহুসংখ্যক বাংলাদেশী তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের মিলিত হওয়ার জন্য বা ব্যবসায়িক কাজে ইউরোপ-আমেরিকা ভ্রমণে যান। অনেকেই এ সময়টি ওমরাহ পালনের জন্য বেছে নেন।
১২ শতাংশ বিশেষ ছাড়:
দেশের বাইরে যাওয়ার এই সময়কে লক্ষ্য রেখেই বাংলাদেশী যাত্রীদের ভ্রমণে ভাড়ার ওপর ১২ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। ঢাকা থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বেশকিছু জনপ্রিয় গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে ইকোনমি ও বিজনেস শ্রেণীর টিকিটের ওপর এ ছাড় দেয়া হবে।
যেখানে যেতে এ ছাড়:
ঢাকা থেকে রোম, মিলান, লন্ডন, প্যারিস, ফ্রাংকফুর্ট, আমস্টারডাম, ইস্তানবুল, জুরিখ, জেনেভা, লিসবন, নিউইয়র্ক, ডালাস, হিউস্টন, স্যানফ্রান্সিসকো, ওয়াশিংটন, জেদ্দা, মদিনা ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা এ মূল্যছাড় সুবিধা পাবেন।
২৬ মের মধ্যে টিকিট ক্রয় করতে হবে:
যাত্রীদের ২৬ মের মধ্যে টিকিট ক্রয় এবং ৩১ জুলাইয়ের মধ্যে ভ্রমণ করতে হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে অবস্থিত এমিরেটসের অফিস অথবা বাংলাদেশের যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন। অনলাইনেও টিকিট কেনা যাবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]