• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধারের ভিডিও

Byadilzaman

Jul 1, 2013

গুলশানের নিজ বাসা থেকে টেলিভিশন তারকা ও মডেল মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর ১০৪ রোডের ১৬নং বাড়ি থেকে গুলশান থানা পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে। নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। এ সময় পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।সূত্র জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যা হলেও বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। আত্মহত্যা হয়ে থাকলে কি কারণে হয়েছে সেটা এবং অন্য কোনো কারণ থাকলে সেটাও মাথায় রেখে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা কাজ করছেন।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম  বলেন, আজ ভোরের দিকে মিতা নূরের পরিবারের লোকজন থানায় ফোন করে। সকাল পৌনে সাতটার দিকে পুলিশ মিতা নূরের গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় যায়। বাসার ড্রয়িংরুমের সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশ।

লাশ উদ্ধারের ভিডিওঃ

[youtube Xg54Vxuz2Cg?modestbranding=1&rel=0 nolink]

১৯৮৯ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক ‘সাগর সেচা সাধ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনেত্রী হিসেবে মিতা নূরের অভিষেক। নাটকের তার নায়ক ছিলেন প্রয়াত ফজলুল পাশা। নাটকটির প্রযোজক ছিলেন শেখ রিয়াজউদ্দিন বাদশা।

১৯৯২ সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে মডেল হয়ে ব্যাপক তারকাখ্যাতি পান। এই বিজ্ঞাপনের ‘আলো আলো বেশি আলো’ জিঙ্গেলটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।দুই যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করেন তিনি। এ সময়ে তিনি নাটকে অভিনয় ছাড়াও নিজে পরিচালনা ও প্রযোজনা করেছেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *