বিমানের নতুন ম্যানেজমেন্ট ২৫০ জন নতুন এয়ার হোস্টেস/কেবিন ক্রু নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় এয়ার হোস্টেস ও স্টুয়ার্ড মিলে ৫০ জন নিয়োগ দেয়া হবে। পরবর্তী ৪টি ধাপে বাকী ২শ এয়ার হোস্টেস/কেবিন ক্রু নিয়োগ দেয়া হবে।দীর্ঘদিন পর বাংলাদেশ বিমানের ঘরে আসছে ২৫০ জন নতুন অতিথি। তারা সবাই এয়ার হোস্টেস/কেবিন ক্রু। বিমানের ফ্লাইট আলোকিত করে যারাযাত্রী সেবায় নিজদের নিয়োজিত রাখের তারা হলেন এয়ার হোস্টেস/কেবিন ক্রু। দীর্ঘদিন ধরে বিমানের এই এয়ার হোস্টেস/কেবিন ক্রু নিয়োগ বন্ধ ছিল। অবশেষে বিমানের নতুন ম্যানেজমেন্ট ২৫০ জন নতুন এয়ার হোস্টেস/কেবিন ক্রু নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম দফায় এয়ার হোস্টেস ও স্টুয়ার্ড মিলে ৫০ জন নিয়োগ দেয়া হবে। পরবর্তী ৪টি ধাপে বাকী ২শ এয়ার হোস্টেস/কেবিন ক্রু নিয়োগ দেয়া হবে। সম্প্রতি বাংলাদেশ বিমানের এক্সিকিউটিভ ডাইরেক্টর(ইডি) কমিটি এই নিয়োগ প্রস্তাব অনুমোদন করে। পরিচালনা পর্যদ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়ও নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে।শিগগির বিমান আরো ৬টি উড়োজাহাজ নিচ্ছে। আগামী বছর আসবে বিমানের আরো দুটি নিজস্ব উড়োজাহাজ। তখন এয়ার হোস্টেস/কেবিন ক্রু র মোট ঘাটতি বেড়ে দাড়াবে ৩৬০থেকে ৪শ জন।
বিমানের পরিচালক ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন ইশরাত,এয়ার হোস্টেস/কেবিন ক্রু নিয়োগ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের কথা স্বীকারকরে জানান, বোর্ড সভায় পাস হলেই তা অনুমোদনের জন্যমন্ত্রনালয়ে পাঠানো হবে। তিনি বলেন, এই মুহুর্তে বিমানে বড় ধরনের এয়ার হোস্টেস/কেবিন ক্রু সংকট রয়েছে। যার সামাল দিতে শিগগিরই নতুন ক্রু নিয়োগ না দিলে বিমানে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। News source : aviationnews24.com/bn_home/
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]