• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সুইজারল্যান্ডের প্রানকেন্দ্র জেনেভাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা চলচিত্র উৎসব-২০১৩

জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশ ;

সম্মানিত সুধী,আসছে ৭ই সেপ্টেম্বর রোজ শনিবার দুপর ১৩.৩০ ঘটিকায় জাতীসংঘের সদর দপ্তর সুইজারল্যান্ডের প্রানকেন্দ্র  জেনেভাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা চলচিত্র উৎসব – ২০১৩ FESTIVAL INTERNATIONAL DE FILM ORIENTAL DE GENEVA,FIFOC এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ‘ফরিদুর রেজা সাগর’ ব্যবস্থাপনা  পরিচালক চ্যানেল আই।অনুষ্ঠান উদ্বোধন করবেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জনাব ‘মোহাম্মদ আবদুল হান্নান। বিশেষ অতিথি নাটক চলচিত্র অভিনেত্রী ‘নুসরাত ইমরোজ তিশা’। উক্ত চলচিত্র উৎসবে বাংলাদেশের স্বনামধন্য উপস্থাপক চলচিত্রকার অভিনেতা,অভিনেত্রী সহ এক ঝাঁক তারকাশিল্পীগন উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনি/আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

স্থানঃ

Venue: Maison de arte,cimenas

Les ‘GRUTLI’

16, rue du general-dufour

CH- 1204 Geneve

Tram-15, cirique

All Information & Reservation:

Rahman Khalilur: 079 707 0296    

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *