• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি প্রবাসীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি, পিস গ্রুপ লিমিটেড থেকে

ByLesar

Jun 24, 2013

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিস গ্রুপের ব্যাবস্থাপক জনাব মামুন খান কাব্য বিগত ২১ জুন ২০১৩ ইং তারিখ হতে আমাদের প্রতিষ্ঠানে (পিস গ্রুপ লিমিটেড) কর্মরত নেই। তার পরিবর্তে উক্ত পদে মোহাম্মদ তৌফিকুর ইসলাম (রাসেল) নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

অতএব এখন থেকে সংশ্লিষ্ট সকলকে বর্তমান ব্যাবস্থাপকের সাথে যে কোনো প্রকার তথ্য এবং লেনদেন সংক্রান্ত বিষয়াদি আদানপ্রদান বা যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য যে, অদ্য হতে প্রাক্তন ব্যাবস্থাপক জনাব মামুন খান কাব্য-এর সাথে পিস গ্রুপ সম্পর্কিত কোন লেনদেন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। এই বিজ্ঞপ্তি প্রচারের পর থেকে প্রাক্তন ব্যাবস্থাপকের সাথে কোনো প্রকার লেনদেনের দায়িদায়িত্ব কোম্পানি বহন করবে না।

আব্দুল মান্নান হীরা

ব্যাবস্থাপক পরিচালক

 পিস গ্রুপ লিমিটেড

Piazza A. Mancini 2/A Rome, Italy

Phone 0039 632600540, 00393 208832531

Email: mannanhira@yahoo.com

প্রবাসের মাটিতে আপনার,আমার আমাদের দ্বারা আয়োজিত সকল ধরনের সাংস্কৃতিক,রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান যেমনঃ মেলা,গান,খেলাধুলা,মিটিং,পিকনিক আলোচনা সভা সহ ইত্যাদি সকল অনুষ্ঠানের বিজ্ঞাপন দিতে  ” এখানে ক্লিক করুণ ”।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *