জালাল হাওলাদারঃ ইতালির প্রাচীন শহর ব্রেসিয়াতে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ।
বাংলাদেশে-ভ্রমণে যাওয়া-৯ ইতালীয় ও ১ বাংলাদেশি সহ ১০শিল্পীর ক্যামারায় বন্দি ছবি গুলো প্রদর্শনীতে স্থান পাচ্ছে ।বাংলাদেশের কিশোরগন্জের বাজিত পুরের অধিবাসী বর্তমানে ইতালিয়ান নাগরিক আব্দুল গাফফার আমান(Abdul Gaffar Aman) কর্মের পাশাপাশি ছবি তুলেন।তার ছবি তোলার সুবাদে পরিচয় ঘটে ব্রেসিয়ার অন্য আলোকচিত্র শিল্পীদের সাথে। আমান তাদের কাছে প্রিয় জন্মভুমি বাংলাদেশের অপরূপ প্রকৃতির কথা বলেন।এতে মুগ্ধ হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে ভ্রমনে আসেন এসব নামকরা শিল্পীরা।
আলোকচিত্র প্রদর্শনীর শিল্পীরা হচ্ছেন এরিকা বেরতল্লি (Erika Bertello),নিকও বনোমেত্তি (Nico Bonometti),আলদ্র ব্রাগা (Aldo Braga),আব্দুল গাফফার (Abdul Gaffar ) লাওরা জিয়ানকাত্রিনা (Laura Giancaterina) ,বেপ্পে লারি (Beppe Lari), জিয়ানলুইজি মাচ্চলেনি (Gianlugi Mazzoleni),স্তেফানো মুত্তি (Stefano Mutti),আন্না পেরুনি (Anna Peroni),ভিচেনছো তসসিনি (Vicenzo Tosini)।
আমান এর একক ২ বার সহ এ নিয়ে ৫ম বারের মত-অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ।
১৪ মার্চ থেকে শুরু হওয়া এ-ছবির প্রদর্শনী , স্থান – ওয়েবগ্যাল্যারি করসিনি। ভিয়া ট্রিয়েস্তে ৩৫ ব্রেসিয়া, সময়- সন্ধ্যা ৭ টা ।প্রদর্শনী চলবে ১৫ এপ্রিল ২০১৫ পর্যন্ত।