আসছে ৩১শে আগস্ট ২০১৩ রোজ শনিবার বিশ্বখ্যাঁত স্মার্ট ফোন কম্পানি অ্যাপেল এর তৃতীয় নাম্বার অ্যাপেল স্টোরের উদ্ভদন করতে যাচ্ছে ইতালির রোমে অ্যাপেল পক্ষ থেকে। তথ্য সুত্রে জানা যায় এটি রোমের তৃতীয় নাম্বার অ্যাপেল স্টোর এবং এটি করা হয়েছে রোমের এউরোমা ২(Euroma2) নামক শপিং মলে। এই উদ্ভধনি উপলক্ষে ৩১শে আগস্ট সকাল ১০ টা থেকে গ্রাহক এর পর্যবেক্ষণ করতে পারবে এবং প্রথম ১০০০ গ্রাহককে অ্যাপেল এর লগো প্রিন্ট করা টিশার্ট ফ্রিতে প্রদান করা হবে। এটি সবসময়ই খোলা থাকবে সোম বার থেকে রবিবার যতক্ষণ পর্যন্ত শপিংমলটি খোলা থাকবে ততক্ষন পর্যন্ত অ্যাপেল স্টোরতিও খোলা রাখা হবে। উল্লেখ্য ইতালির রোমে অ্যাপেল এর সর্ব প্রথম অ্যাপেল স্টোরটি খোলা হয় Roma EST নামক শপিং মলে ২০০৭ এর মার্চ মাসে এবং এর দ্বিতীয় অ্যাপেল স্টোরটি খোলা হয় Porta di Roma নামক শপিং মলে ২০১২ তে এবং তৃতীয় নাম্বারটি খোলা হচ্ছে Euroma2 তে আগামী ৩১শে আগাস্ত ২০১৩ তে। এতে করে এখন অনেকেই নিজের পছন্দমতো কাছের অ্যাপেল ষ্টোরটি বেঁছে নিতে পারবেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]