ইতালী প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে এসোশিয়েশন প্রজেত্ত দিরিত্তি, কমিতাতো শিং মহিন্দার ও ধূমকেতু সোশাল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় আলোচ্য বিষয় সমূহ গুলোর মধ্যে ছিলঃ
১- কর্মক্ষেত্রে দূর্ঘটনায় অথবা অন্য যেকোন কারনে মৃত্যুবরনকারী প্রবাসীদের লাশ দেশে ফেরত নেওয়া ও তার প্রাপ্য অধিকার আদায়ের লক্ষে মৃত ব্যক্তির নিকটতম একজন অভিভাবককে ইতালীতে এসে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পূর্ন সুযোগ সুবিধা প্রদান করা প্রসঙ্গে।
২- প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশী শ্রমিকের লাশ বিমান বন্দর পর্যন্ত পৌছে দেবার সকল দায়দায়িত্ব ইতালী সরকারকে বহন করা প্রসঙ্গে।
৩- সম্প্রতি রানা প্লাজা সহ যে সকল গার্মেন্টস এর শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে হতাহত হন তাদের এই ক্ষতিপূরন শুধুমাত্র পন্য সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে না, পাশাপাশি পন্য আমদানীকারী প্রতিষ্ঠানকেও বহন করা প্রসঙ্গে। এছাড়া সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন– বানলাদেশিরা ইতালি দূতাবাস দ্বারা যে হয়রানীর স্বীকার হচ্ছে সে বিষয়ে এবং ইতালিতে যে শিশু জন্ম গ্রহণ করবে তাদের সরাসরি জন্মগত সুত্রে ইতালিয়ান নাগরিকত্ব প্রদান ইত্যাদি।
রোমের পিয়াসাল্লে প্রেনেস্তিনায় লা-আকুইল্লা থিয়েটার হলে গত ১৮ জুলাই শনিবার বিকাল ৩ টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইতালী সরকারী দলের এমপি, বিরোধী দলের পার্লামেন্ট সদস্য, রোম পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং আমেরিকান দূতাবাসের ইমিগ্রেশন কাউন্সিল, ইতালীয়ান বার,লাইব্রেরী সহ ইত্যাদি প্রতিষ্ঠানের সভাপতি গণ এবং বাংলাদেশ ও অন্যান্য দেশের নেতৃবৃন্দ।এসময় বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন ধূমকেতু সোসাল অর্গানাইজেশন এর কর্ণধর নুরে আলম সিদ্দিকী বাচ্চু।
ভিডিওটি দেখুনঃ
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।