ইতালির রোমা নর্থ এলাকায় সরবরাহকারি পানিতে পরীক্ষা করে আর্সেনিক পাওয়া যায়। এর জন্য রোম কর্পোরেশন এর মেয়ন Ignazio Marino উক্ত এলাকার পানি পান করা বা রান্না করার কাজে ব্যবহার না করার ঘোষণা করেন। এবং ৩১ শে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত পানি ব্যবহার না করার নির্দেশনা দেন তবে এটি নিয়ে কাজ চলছে এবং যত দ্রুত পারাজায় এর সমাধান করা হবে বলেও তিনি জানান। এর মধ্যে রোমের ১৪ ও ১৫ নাম্বার কমুনের আন্ডারে বসবাস কারীরা এই দূষিত পানির আউতায় পরেন। যার মধ্যে acquedotti Malborghetto, Camuccini, Piansaccoccia, Monte Oliviero, Santa Maria di Galeria, Brandosa, Casaccia-S. Brigida ইত্যাদি এলাকায় বিশেষ সতর্কবার্তা জারি করা হয়।বর্তমানে কমুনের তরফ থেকে ঐ এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছে। কাজেই যারা রোমের এই সব এলাকায় রয়েছে তারা একটু সতর্কতার সাথে পানি ব্যবহার করবেন পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত।
সতর্কবার্তা ইতালির রোমের উত্তর অঞ্চলের পানিতে আর্সেনিক পাওয়ায় পানি পান না করার নির্দেশনা।
মরন নেশা ইয়াবা এখন ইতালির রোমে.
ইতালিতে আবার আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পালকি
বিজ্ঞাপন ২ টি সিট ভাড়া দেওয়া হবে, রোমের চেন্তচেল্লে এলাকায়।
ইতালীতে মোস্তফা ফিরোজ দিপু কে সংবর্ধনা
বাংলা প্রেস ক্লাব ইতালীর,নির্বাহী কমিটির সভায় খান রিপনকে বহিস্কারের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত।
ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূতের কাছে স্বারক লিপি- বিষয়ঃ ইতালীতে ইয়াবা ড্রাগ