• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সতর্কবার্তা ইতালির রোমের উত্তর অঞ্চলের পানিতে আর্সেনিক পাওয়ায় পানি পান না করার নির্দেশনা।

ByLesar

Mar 8, 2014

ইতালির রোমা নর্থ এলাকায় সরবরাহকারি পানিতে পরীক্ষা করে আর্সেনিক পাওয়া যায়। এর জন্য রোম কর্পোরেশন এর মেয়ন Ignazio Marino উক্ত এলাকার পানি পান করা বা রান্না করার কাজে ব্যবহার না করার ঘোষণা করেন। এবং ৩১ শে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত পানি ব্যবহার না করার নির্দেশনা দেন তবে এটি নিয়ে কাজ চলছে এবং যত দ্রুত পারাজায় এর সমাধান করা হবে বলেও তিনি জানান। এর মধ্যে রোমের ১৪ ও ১৫ নাম্বার কমুনের আন্ডারে বসবাস কারীরা এই দূষিত পানির আউতায় পরেন। যার মধ্যে acquedotti Malborghetto, Camuccini, Piansaccoccia, Monte Oliviero, Santa Maria di Galeria, Brandosa, Casaccia-S. Brigida ইত্যাদি এলাকায় বিশেষ সতর্কবার্তা জারি করা হয়।বর্তমানে কমুনের তরফ থেকে ঐ এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছে। কাজেই যারা রোমের এই সব এলাকায় রয়েছে তারা একটু সতর্কতার সাথে পানি ব্যবহার করবেন পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *