• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে আফ্রিকা ও সাউথ অ্যামেরিকান দের দাঙ্কি মাড়া ও কষ্টের জীবন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন

Byadilzaman

Jun 17, 2013

ইতালি ইউরোপের এমন একটি দেশ যেখানে বাই পথে প্রতি বছর প্রচুর বিদেশী দাঙ্কি মেরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি নতুন ও সুন্দর জীবনের আশা নিয়ে পারী জমায়। ইতালির Lapmedusa Island হোল বিদেশীদের ইউরোপে প্রবেশ করার গেট পাস, কেননা প্রথমে তারা সমুদ্র পথ পারী দিয়ে প্রথমে এই দিপে এসে আশ্রয় নেয় পরে এখান থেকে ইতালির নগরী তরিনোতে প্রবেশ করে এবং সেখানে গিয়ে পলেটিকাল কেস মেরে থাকার জন্য আবেদন করে, ওদের আবেদন মঞ্জুর হলে সেখান থেকে তারা ইতালির অন্যান্য নগরীতে ছড়িয়ে পরে এবং অনেকে ইউরোপের অন্যান্য দেশেও পারী জমায়। তবে এই ধাপগুলো পার করে অনেক ত্যাগের বিনিময়ে ও অনেক দুঃখ,কষ্ট সহ্য করার পরে হয়তো কেউ কেউ ভালো অবস্থানে আসতে পারে কিন্তু সবাই কি পারে এই দুঃখ,কষ্ট সহ্য করতে? আজ আপনাদের এমন একটি প্রতিবেন দেখাবো যেটা দেখে আপনারা ইতালিতে বিদেশীদের যেমনঃ আফ্রিকা ও সাউথ অ্যামেরিকানরা কিভাবে কি করছে তা বুঝতে পাড়বেন। কতো কষ্ট করে তারা নিজের দেশ থেকে ইতালি আসে, এসে এখানে কি কি দুর্যোগ পোহাতে হয়,ওদের প্রতি ইতালিয়ানদের মনোভাব বা ইতালিয়ানরা ওদের সাথে যে খারাপ ব্যবহার গুলো করে তার দৃশ্য সহ আরো অনেক কিছু শিখতে পাড়বেন এই ভিডিওটি দেখে। কতো কষ্ট করে ওরা ইতালিতে জীবন যাপন করে এই দৃশ্য আসলে নিজের চোখে না দেখলে বুঝা জায়না, আমাদের দেশের অনেকে মনে করেন ইতালিতে আসলে কতোকি রয়েছে,অনেকে আবার ইতালিকে সোনার হরিণের মতো ভাবেন, মনে করেন একবার ইতালিতে প্রবেশ করতে পারলেই হোল জীবন চেঞ্জ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আর তাদের ভুল ভাঙ্গাতেই আমরা আপনাদের জন্য এই ভিডিওটি সংগ্রহ করেছি। আমি আর কিছু বলতে চাইনা আশা করি আপনারা ভিডিওটি দেখলে নিজে নিজেই বুঝতে পাড়বেন ইতালিতে দাঙ্কি মেরে আশা বিদেশীদের অবস্থা। আপনাদের সবার কাছে একটি অনুরধ যদি আপনি আপনার বন্ধু, ভাই বা প্রতিবেশীর ভালো চান তাহলে এই লেখাটি সবার সাথে শেয়ার করে তাদের দেখতে সাহায্য করবেন যাতে করে আর কোন বাঙ্গালি ভাইয়েরা দালালের খপ্পরে পরে এরকম কোন সমস্যার সম্মুখীন না হয়।

ভিডিও ১-

[youtube Uxy2ma5s2eM?modestbranding=1&rel=0 nolink]

 

ভিডিও ২ –

 [youtube lby7t4QIP-Y?modestbranding=1&rel=0 nolink]

 

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *