ইতালি ইউরোপের একটি প্রতিষ্ঠিত দেশ হলেও অন্যান্য ইউরোপিয়ান দেশ গুলোতে এশিয়ার আভিবাসীগণ পাবলিক পরিবহন যেমনঃ বাস,ট্রাম,ট্যাক্সি ইত্যাদি চালাতে পারলেও ইতালিতে কিন্তু এসব পরিবহণ শুধু মাত্র ইতালিয়ান বা ইউরোপিয়ান নাগরিকত্ব ছাড়া অন্যান্য দেশের প্রবাসীরা এ অধিকার থেকে বঞ্চিত ছিল। আপনারা এর মধ্যে হয়তো দেখছেন ইতালিতে কোন বাস, ট্রাম বা ট্যাক্সিতে কোন এশিয়ান না নন ইউরোপিয়ান প্রবাসিকে দেখা যেতোনা। তবে ইতালির পরিবহন মন্ত্রণালয় নতুন একটি আইন উপস্থাপন করেন Legislative Decree No. 40 of 4th March 2014 এবং এটি অফিসিয়াল ভাবে সবার জন্য উন্মুক্ত করে দিয়ে প্রকাশ করা হয় on 22nd March 2014 এবং এতে বলা হয় আগামী মাসের ৬ এপ্রিল থেকে ইতালিয়ান পাবলিক পরিবহন সংগঠন গুলো নন ইউরোপিয়ান প্রবাসিদেরকে কাজে নিয়োগ দিতে পারবে। এবং নতুন আইন অনুযায়ী ইতিমধ্যে এসব স্থানে কর্মী নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এবং আমরা আগামী মাস থেকে এসকল পরিবিহন গুলোতে নিজের দেশের ভাই/বোন দের দেখতে পাবো বলে আশা করা যাচ্ছে। যা আমাদের জন্য সত্যিই অনেক বড় একটি পাওয়া।
অবশেষে নন ইউরোপিয়ান আভিবাসীগণ ইতালিতে পাবলিক পরিবহণ বাস,ট্রাম,ট্যাক্সি ইত্যাদি চালাতে পারবে।
ইতালি প্রবাসীদের জন্য না পরলে চরম মিস। ইতালির সরকার থেকে বাসা ভাড়া বাবদ ৮,০০০ ইউরো দেওয়া হবে?
ইতালির শহর রোমের প্রধান রেলস্টেশন টেরমিনির আগের ও বর্তমান আবস্থা।
ভ্যাটিকান সিটি সম্পর্কে কিছু তথ্য
ইতালিতে যারা Vodafone ও Tim মোবাইল কম্পানির সিম ব্যবহার করেন তারা অবশ্যই এই লেখাটি পড়ুন। অন্যথায় প...
ইতালিতে ঘটে যাওয়া কয়েকটি বাস্তব ঘটনা! সকল প্রবাসীদের সচেতন হতে বিশেষ সতর্ক বার্তা!!!
এক্সপি'র সাপোর্ট বন্ধ হতে যাচ্ছে; ঝুঁকিতে ইতালির ATM বুথ,ট্রেন ও এয়ারপোর্ট গুলো
এটার ড্রাইভিং লাইসেন্স করা কঠিন .. আপনি দুটি পরীক্ষা করতে হবে
Teorico e pratico