• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিয়ানরা কি ইংলিশ বলতে পারে? পড়ুন ও দেখুন হাসতে হাসতে মরে যাবেন!!

ByLesar

Oct 2, 2013

ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা তাই অনেক দেশের মানুষী এই ভাষায় কথা বলতে পারে। তবে কিছু কিছু দরিদ্র দেশে হয়তো অনেকে দরিদ্রতার কারনে পড়ালেখা করতে না পারা তথা ইংরেজি শিখতে পারে না। এবং এটা খুব সাধারণ একটি ব্যপার কেননা ওদের পরিবার ঠিক মতো খাওয়া দাওয়াই করতে পারে না? সেখানে সন্তানদের স্কুলে পাঠাবে কি করে। কিন্তু যখন কোন ধনী দেশের কথা চলে আসে তখন কিন্তু এই রকম কোন যুক্তি দেওয়া বোকামি ছাড়া কিছুই না। আর সেই দেশ যদি ইতলির মতো কোন নাম করা দেশ হয় তাহলে কেমন দেখায়, তার মধ্যে হতে পারে যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা হয়তো না বলতে পারলেও কোন সমস্যা নেই, কিন্তু যারা পার্লামেন্টের সাথে জড়িত তারা যদি ইংলিশ বলতে না পারে তাহলে ব্যপারতা কেমন দেখায়?

হে আজকে আপনাদের এমন একটি ভিডিও ক্লিপ এঁর সাথে পরিচয় করিয়ে দিবো যা দেখলে আপনি খুব সহজেই ইতালিয়ান দের ইংলিশ বলার ক্ষমতা সম্পর্কে ধারণা নিতে পাড়বেন। ইতালিতে Le iene নামক একটি টিভি প্রোগ্রাম রয়েছে, যাদের কাজ বিভিন্ন জরিপের মাধ্যমে সকল বাস্তব ঘটনা তুলে ধরা। তেমনি ইতালিয়ান পার্লামেন্ট এর কর্মরত বিভিন্ন মন্ত্রী- প্রতিমন্ত্রী সহ উচ্চ কর্মস্থানে কর্মরত বিশিষ্ট ইতালিয়ান বেক্তিবর্গ দের নিয়ে একটি জরিপ চালিয়েছে দেখা হয়েছে তাদের ইংলিশ বলার ক্ষমতা সম্পর্কে। উল্লেখ্য ভিডিওটি দেখে মজা পেতে হলে আপনাকেও সামান্য ইংলিশ ও ইতালিয়ান ভাষা বুঝার ক্ষমতা রাখতে হবে, তানাহলে আপনি কোনো মজায় পাবেন না? আর যারা পারেন তারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে পারে। তাহলে সেই প্রোগ্রামের ভিডিও ক্লিপটি দেখতে এখানে ক্লিক করুণ

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *