• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির নগরী তেরাসিনাতে বাংলাদেশী শাকসব্জির চাষাবাদ

ByLesar

Jun 15, 2013

সায়রা হোসাইন রানীঃ ইতালিয়স্ত প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য অধিবাসীদের দক্ষিণ এশিও খাদ্যের সিংহভাগ চাহিদা পূরণ করে ইতালির প্রবাসী বাংলাদেশি স্থানীও চষাবাদকারিরা। দেশ থেকে ফরমালিন যুক্ত খাদ্যদ্রব্য আমদানি জেনো না করতে হয় তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত।উর্বরা ভূমি কীটনাশকীন ফলন এবং আতি দ্রুত মাঠ থেকে ঘরে পৌঁছে দেওয়া এই তিনটি প্রধান কারনে উতপাদিত পন্নের মান থাকে বেশ উন্নত। প্রবাসী বাংলাদেশি চষাবাদকারিদের দাবী ইউরোপের মধ্যে ইতালিতেই সবচাইতে বেশি পরিমান জমি চাষাবাদ করেন শুধুমাত্র দেশিও খাবারের চাহিদা মেটাতে।তারা বলেন আমাদের উৎপাদনে দেশিও রপ্তানিতে তেমন কোন প্রভাব আসবে না, বরং আমাদের উপার্জিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে দিন দিন আরো চাঙ্গা করবে। প্রতিবছর কোটা ভিত্তিক কৃষি কাজে জন্য ইতালিতে আসা প্রবাসী বাঙ্গালিদের পাঁচশত ভাগ কর্ম সংস্থান বাঙ্গালি প্রকল্পগুলিতেই হয়ে থাকে। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।

[youtube Sc7n2_3cSJo?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *