প্রিয় আমিওপারি ডট কম পাঠক বৃন্দ আপনারা জানেন আমরা এই সাইটের মাধ্যমে ইতালি সহ ইউরোপের আমাদের সকল বাস্তব ও বর্তমান তথ্য এবং এর সাথে সাথে প্রবাসে আমাদের সমস্যা ও এর সমাধান নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে পুরো ইতালি ও ইউরোপ টাকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসা, যাতে করে আমরা এই আমিওপারি ডট কমের মাধ্যমে সকলে সকলের সমস্যায় এগিয়ে আসতে পারি এবং আমাদের যার যা কিছু আছে তা অন্নের সাথে শেয়ার করে আমাদের কমুউনিটি কে অনেক এগিয়ে নিতে পারি। আর সেই চেষ্টায় আমাদের টিম সব সময় চেষ্টা করে যাচ্ছে আপনাদের জন্য সকল প্রকার তথ্য সংগ্রহ করার জন্ন।তাই আমাদের সাথে আপনারও আপনাদের সাথে প্রবাসে ঘটে যাওয়া আপনার ভালো ও খারাপ অভিজ্ঞতা গুলো এবং এর সাথে সাথে আপনার জানা যেকোনো তথ্য যা প্রবাসে অন্নের উপকারে আসবে সেরকম তথ্য লিখে পাঠাতে পারেন।আর এভাবেই আমরা এক সময় সকলে এক সাথে কাজ করে সম্পূর্ণ ইউরোপটাকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো।
এখানে প্রবাসে তথা ইতালিতে বেঁড়ে উঠা শিমু ও মীমের কিছু ভিডিও তুলে ধরা হোল। যা দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন প্রবাসে বেঁড়ে উঠা আমাদের প্রজন্ম কি শিখছে? ওদের মনের ভাব, বাংলাদেশ সম্পর্কে ওদের দৃষ্টি ভঙ্গী, প্রবাসে কেমন কাটে ওদের দিনকাল ইত্যাদি অনেক কিছু। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো ওদের অনেক কথা হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকে হয়তো অনেক কিছু চিন্তা করবেন ওদের সম্পর্কে। কিন্তু আমার দৃষ্টি ভঙ্গিতে যদি ওদের এই ভিডিও কারো কাছে খারাপ লাগে তাহলে এর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু আমাদের। কেননা ওরা আমাদেরি একটি অংশ এবং ওরা কিন্তু আমাদের কাছ থেকে শিখছে এবং শিখবে। কাজেই প্রবাসে বেঁড়ে উঠা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আমাদের অনেক কিছু করার রয়েছে। তাই আমি সকল প্রবাসীদের কাছে অনুরধ করবো আসুন আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করি যাতে করে ওরা আমাদের করে দেওয়া পথ পারী দিয়ে আমাদের দেশের সন্মান বয়ে আনতে পারে। এ ব্যাপারে আমাদের একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।
নিচে ওদের ভিডিও গুলো দেখুনঃ
ভিদিও-১
ভিদিও-২
ভিদিও-৩
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
শিমু অ্যান্ড মিমু , অনেক সুন্দর ভিডিও আপনাদের, সুদু বলবো , মুখ দিয়ে একটা কথা বললেই কিন্তু বলা হয়ে যায় , সুতারাং এমন কিছু বলা ঠিক হবে না যেটা অগ্রহন যোগ্য । আপনাদের অনেক শুভ কামনা রইলো …………।।