ইন্ডিপেন্ডেন্টটিভি- ঈদের আগে ভেজাল সেমাই তৈরির কারখানায় সয়লাব হয়ে গেছে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা। নজরদারির অভাবে নোংরা পরিবেশে, কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করেই, এসব সেমাই বাক্সবোঝাই হচ্ছে নামী কোম্পানির মোড়কে। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য বলছে, এ ধরনের কারখানা বন্ধে উদ্যোগ নিচ্ছে তারা।
বুড়িগঙ্গার তীরের ছোট্র একটি কক্ষে চলছে নামি কোম্পানির প্যাকেটে সেমাই প্রক্রিয়াজাতকরণের কাজ।
কারখানা আছে নামেমাত্র দুই একটি কক্ষ ভাড়া করেই চলছে কাজ।
আর ঈদকে সামনে রেখে নোংরা আবর্জনার স্তুপ, পোকামাকড়, পাখির বিষ্টা, অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা।
একটি কারখানায় ঢুকে দেখা গেলো দেশের অন্যতম নামি কোম্পানি “পিওর এসিআই সেমাই” এর কার্টনে সেমাই ভরা হচ্ছে অত্যন্ত নোংরা পরিবেশে। তবে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি সেখানে। এ ব্যাপারে এসিআই কর্তৃপক্ষও বক্তব্য দিতে রাজি হয়নি।
রাজধানীতে এমন অর্ধশতাধিক ভেজাল সেমাই কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। খুব শিগগিরি এসব কাখানায় অভিযান চালানো হবে।
এরইমধ্যে ভেজাল সেমাই তৈরির অভিযোগে বেশ কয়েকটি কারখানা সিলগালা করে দেয়া হয়েছে, আটকও করা হয়েছে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে। এ নিয়ে দেখুন নিচের ভিডিওটি-
নোংরা পরিবেশে তৈরি হচ্ছে নামী কোম্পানির সেমাই, ভিডিওতে বিস্তারিত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য পাওয়া যাবে স্মার্টফোন অ্যাপে।
ডিসকভার বাংলাদেশ Discover Bangladesh / Scopri Bangladesh
চাটুকারদের কিকআউট করুন মহামান্য রাষ্ট্রপতি!
পর্নোগ্রাফি নয়, ‘একুশের চোখ’ দেখেছে প্রবাসীদের স্বার্থ
কোটি বাঙ্গালী সারাদেশে একযোগে জাতীয় সংগীত গেয়ে গড়লেন বিশ্বরেকর্ড। এ নিয়ে দেখুন ভিডিও-
শাহজালাল বিমানবন্দরে স্ত্রীকে নিয়ে অপদস্থ হলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান!