• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাচ্চাদের বাঁচাতে সাপের সঙ্গে যুদ্ধ মাছের!

Bynahid

May 26, 2013

নিজের জীবনবাজি রেখে বাচ্চাদের সাপের হাত থেকে রক্ষা করল একটি মা টাকি মাছ। বাচ্চাদের বাঁচাতে সাপের সঙ্গে দীর্ঘক্ষণ মরণপণ যুদ্ধ করল মাছটি। অবশেষে মা মাছটিরই জয় হল। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের ধলা-তেউরিয়া মোড়ের পাশের একটি ডোবায় এ অবিশ্বাস্য, ও অভূতপূর্ব ঘটনাটি দেখল উৎসুক শত শত মানুষ। একটি মা মাছের মধ্যেও তার বাচ্চাদের জন্য বিস্ময়কর সহজাত অনুভূতির প্রকাশ দেখতে পেয়ে অভিভূত ও বিস্মিত হয় স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরের দিকে একটি ক্ষুধার্ত ডোরা সাপ টাকি মাছের পোনার ঝাঁকে হানা দিয়ে পোনাগুলোকে খেতে উদ্যত হয়। এ সময় মা মাছটি ফুঁসে উঠে হা করে ঝাঁপিয়ে পড়ে সাপটির ওপর। আচমকা সাপটির মাথা ঢুকে পড়ে টাকি মাছের মুখের ভেতর। সাপ আর মাছের মধ্যে যুদ্ধ চলে প্রায় ৪০ মিনিট ধরে। শেষ পর্যন্ত এ যুদ্ধে মা মাছটিই জয়ী হয়। সাপটি ঢলে পড়ে মৃত্যুর কোলে। তারপর উৎসুক শিশুরা সাপ এবং মাছটিকে ডোবা থেকে ডাঙায় তুলে এনে এ দৃশ্য ক্যামেরা বন্দি করে। তারা টাকি মাছের মুখ থেকে প্রাণহীন সাপটিকে বের করে এনে গর্বিত ওই মা মাছটিকে ছেড়ে দেয় ডোবার পানিতে পোনার ঝাঁকের মধ্যে। প্রত্যক্ষদর্শী তেউরিয়া গ্রামের আবুল কাশেম এ ঘটনায় তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, বাচ্চাদের বাঁচাতে একটি মা মাছের সাপের সঙ্গে এ মরণপণ যুদ্ধ দেখে আমার চোখে পানি এসে যায়। তিনি বলেন, মাছের ভেতর সন্তানদের জন্য মানুষের মতো ভালোবাসা, মমত্ববোধ দেখে আমার মনে হয়েছে, পৃথিবীর সব প্রাণীই তার নিজ সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে নিজের জীবনকে বাজি রেখে এ রকম সংগ্রাম ও যুদ্ধ করে থাকে। কিন্তু পানির নিচে বসবাসের কারণে আমরা এদের প্রকৃত আচার-আচরণ ও অনুভূতি বুঝতে পারি না।

সুত্রঃ http://www.jugantor.us/2013/05/26/news0967.htm

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *