• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

দুই বন্ধুর বউ বদল!

Byadilzaman

May 16, 2013

এই ঘটনাকে কি বলা যায়? অস্বাভাবিক নাকি অসংজ্ঞায়িত? পৃথিবীতে বন্ধুত্ব টিকিয়ে রাখতে একে অন্যের মাঝে মূল্যবান সম্পদ বিনিময়ের কথা শোনা গেলেও নিজের বউ বদল করা একেবারেই বিরল ব্যাপার, যেখানে গল্পে সিনেমাতে বউ বদলের কাহিনীও বেশ কল্পনাপ্রসুত ব্যাপার। অথচ বাস্তব জীবনেও এমনটা ঘটেছে জীবননগর উপজেলার বাঁকা গ্রামে দুই বন্ধুর অসীম মাখামাখির বদৌলতে! যদিও এটাই প্রথম নয়, এক বছর আগে বউ বদলের পর আজ আবার বদল করে নিজেদের স্ত্রীকে ঘরে এনেছে দুই বন্ধু।

ঠিক ১ বছর পূর্বে দুই বন্ধু বউ বদল করে এলাকায় সাড়া ফেলে দিয়েছিলো তারা । গত ১ বছর ধরে দুই বন্ধু দুজনের বউ বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেছে, কিন্তু ঠিক ১ বছরের মাথায় এসে আবারও বউ বদল করে এলাকায় সাড়া জাগিয়েছে। সেদিক থেকে এই বদলের ফলে তারা তাদের বিয়ে করা বউকে আবার কাছে ফিরে পেলো। আলোচিত এ ঘটনাটি সারা ফেলেছে সর্বত্রই।

 

সূত্রমতে, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের চা দোকানি আনারের (২৫) সাথে রাজমিস্ত্রি আবু জাফরের (২৫) ব্যাপক বন্ধুত্ত্ব। তারা দুজনে এক আত্মার বন্ধু। বন্ধুত্বে সুবাদে ছিলো দুজন দুজনের বাড়িতে অবাধ যাতায়াত। এ সুযোগে দুই বন্ধু দুই বন্ধুর স্ত্রীর সাথে প্রেমসম্পর্ক গড়ে তোলে। এলাকাতেও এটা নিয়ে কানাকানি শুরু হয়, এমতাবস্থায় সিদ্ধান্ত হয় দুই বন্ধু তাদের বউ বদল করবে।

সিদ্ধান্ত মোতাবেক গত বছর বাঁকা গ্রামের রাজমিস্ত্রি আবু জাফর তার স্ত্রী লাইলী খাতুনকে (১৯) প্রতিবেশী বন্ধু আনারের সাথে এবং আনার তার স্ত্রী ১ সন্তানের জননী রোজিনা খাতুনকে (২০) আবু জাফরের সাথে বিয়ে দেয়। গত ১ বছর তারা সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলো। এ অবস্থায় তারা আবার বউ বদলের সিদ্ধান্ত নেয় এবং গত রোববার রাতে ধুমধাম করেই বউ বদল করে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *