জিয়া রায়হানঃ গতকাল বিকেল ৫.৩০ মিনিটে শিশুমেলার (শ্যামলী) সামনে আর এক নব উৎপাতের আবির্ভাব দেখলাম। চার জন পড়ন্ত বয়সের মহিলা একজন অফিস ফেরত যুবককে বাসের ভেতর থেকে টেনে হেচরে নামাচ্ছে আর বলছে ছেলেটি নাকি এদের দলের এক মহিলার সাথে অশোভনা আচরন করেছে এবং কুপ্রস্তাব দিয়েছে। মহিলা গুলি ইভটিজিং বলে চিৎকার করে লোক জনের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছে এবং ভদ্রলোকটির শার্ট ধরে টানা হেচরা করছে। আমি ঘটনার ছবি তোলাতে ব্যস্ত ছিলাম কিন্ত এক সময় মেয়ে গুলির আচার আচরন দেখে আমার সন্দেহ হয়। তাদের পরিচয় জিজ্ঞেস করি উত্তরে তারা তাদের সরকারী দলের নেতা ও কর্মী বলে পরিচয় দিলে আমি পুলিশ ডাকি এবং সমবেত মানুষকে বুঝাই যে, এরা একটি নতুন চক্র। সহজ সরল ভভদ্রলোক দেখে তাকে নাচেহাল করে দু’পাইস কামিয়ে নেবার নতুন ফন্দি। সাধারন মানুষ ঘটনা বুঝতে পেড়েছে দেখে মহিলাগুলি চোখের পলকেই কেটে পড়ে। কাজেই সবাই এদের সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে জানান, যাতে করে এরকম ঘটনায় কাউকে পড়তে না হয়।
পুরুষেরা সাবধান?ঢাকায় নতুন মহিলা পার্টির অভিনব পদ্ধতি।
স্ত্রীকে ঈদে কাফনের কাপড় পাঠালেন প্রবাসী স্বামী
অলৌকিক রেশমার সব কিছুই মিথ্যা-ধোঁকা!
বাংলাদেশে লঞ্ঝডুবি ঘটনা প্রসংগে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে লঞ্চে যারা মারা গেছেন সবাই দায়ী।
প্রবাসীদের নিয়ে বাংলাদেশ ব্যাংক এর নতুন কার্যক্রম।
★★ নিজ শিশুকন্যা ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার!
ছেলের জন্মদিনে রান্নাঘরে প্রধানমন্ত্রী