• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

★★ নিজ শিশুকন্যা ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার!

Byadilzaman

Jan 16, 2013

নিজ কন্যাকে ধর্ষনের অভিযোগ গ্রেপ্তার হয়েছে লম্পট পিতা। উপজেলা ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে আমির হোসেন (৪২) কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানাযায়, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমির হোসেনের কন্যা সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) গত শুক্রবার সকালে তার মায়ের সাথে পার্শ্ববর্তী ছিলাদী গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন বিকেলে বাড়িতে কাজের কথা বলে ভিকটিমের পিতা আমির হোসেন ভিকটিমকে তার নানার বাড়ি থেকে তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর রাতে তাকে একা পেয়ে লম্পট পিতা আমির হোসেন তার মেয়ের বিছানায় গিয়ে ভিকটিমকে জড়িয়ে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।

পর দিন ভিকটিম তার নানার বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি তার মা রহিমা বেগমের কাছে ঘটনাটি খুলে বলেন। পরে ভিকটিমের মা রহিমা বেগম বাড়িতে এসে ঘটনাটি লম্পট আমির হোসেনকে জিজ্ঞাসা করলে সে স্ত্রী রহিমার ওপর ড়্গিপ্ত হয়ে তাকে উল্টো মারধরের চেষ্টা চালায়। পরে ভিকটিমের মা ঘটনাটি স্থানীয় মেম্বার অলিউর রহমানকে জানান। অতঃপর মেম্বার ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানকে জানাইলে চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে লম্পট আমির হোসেনকে আটক করে সেনবাগ থানা পুলিশের নিকট সোপর্দ করে। এঘটনায় ভিকটিমের মা রহিমা বেগম বাদি হয়ে স্বামীর বিরম্নদ্ধে নিজ কন্যাকে ধর্ষনের অভিযোগে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ধর্ষক জেলা কারাগারে রয়েছে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *