• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ধর্ষন করতে গিয়ে লিঙ্গ হারালো এক আ’লীগ নেতা

ByLesar

Feb 6, 2013

সোমবার ভোর চারটার দিকে নওগাঁর ধামইরহাটে এক সাহসী গৃহবধূ তাকে ধর্ষণ করতে আসা এক লম্পটের লিঙ্গ ব্লেড দিয়ে বিচ্ছিন্ন করেছে। মারাত্মক আহত অবস্থায় ঐ লম্পটকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উপজেলার জগদল গ্রামের রিক্সাচালক রহমত আলীর সুন্দরী স্ত্রী তাছলিমা খাতুন (২২) অভিযোগ করেন যে, তার স্বামী ঢাকায় রিক্সা চালাতে গেলে বাড়ীতে একা থাকার সুবাদে ঘোনাপাড়া গ্রামের দবির উদ্দীনের ছেলে আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান (৩০) তার ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে। সুযোগ বুঝে তাছলিমা ব্লেড দিয়ে জিয়ার লিঙ্গ বিচ্ছিন্ন করে। জিয়া প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলেও জানায়। এ ব্যাপারে থানায় নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধামইরহাট থানার ওসি হেলাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তথ্যসূত্র :বাংলাদেশ টাইমস ডট নেট।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *