বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি কাজের ধারাবাহিকতায় ইতালীতেও প্রবাসী বাংলাদেশিরা কৃষি কাজে ব্যাপক সফলতা পেয়েছে।ইতালীর রাজধানী রোম থেকে ১০৭ কিলোমিটার দূরে তেরাসিনায় বাংলাদেশিরা নানা রকম শাঁক সব্জি ও তরিতরকারির চাষ আবাদ করছে। প্রবাসীদের চাহিদা মিটাতে দেশের মতো পুঁইশাক, ডাঁটাশাক, কর্মী শাঁক থেকে শুরু করে লাও,শিম,ঝিঙা,ঢেঁড়স,করল্লা এমনকি সুস্বাদু কচুর ব্যাপক চাষ হচ্ছে এখানে। আবাদ-কারিদের বক্তব্য তারা দেশীও খাবার প্রবাসের মাটিতে কম খরচে দিয়ে যাচ্ছে। প্রায় ২০-৩০ প্রকার সব্জি ও তরিতরকারি চাষ করা হয় এখানে।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]