• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালীতে বসবাসকারী প্রায় সব প্রজাতির প্রবাসী মিলে নাচের প্রতিযোগীতা

ByLesar

Dec 20, 2012

255788_10150210013937798_181658_n

ইতালীতে আমরা বাংলাদেশী ছাড়াও এখানে বসবাসকরে প্রায় বিশ্বের সব প্রজাতির মানুষ যার মধ্যে বাংলাদেশ/ইন্ডিয়া/পাকিস্তান/রোমানিয়া/পেরুবিয়ান/ফিলিপিনি/সেনেগাল/মরক্ক /আফ্রিকান ইত্যাদি দেশের জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় বেশী চোখে পরে। এক এক দেশের কালচার এক এক রকমের, এখানে কারো সাথে কারো মিল পাওয়া যায়না। সবাই ইতালিতে থেকেও নিজ নিজ দেশের কালচার ধরে রাখার চেষ্টা করে যায় অনবরত।সবাই যার যার ধর্ম বজায় রেখে নিজ নিজ দায়িত্বে মিলেমিশে বসবাস করে যাচ্ছে একসাথে এই প্রবাসে। আর এই ভিন্ন ভিন্ন কালচারকে একত্রিত করার লক্ষে ইতালিয়ান এসোসিয়েশন Ritma e danza dal mondo এর পক্ষ থেকে আয়োজন করে এক নাচের প্রতিযোগীতা। যেখানে পরিবেষণ করা যাবে যার যার দেশের নিত্য।নিচের ভিডিওটি দেখুন অনেক ভালো লাগবে। উল্লেক্ষ এটি অনুষ্ঠিত হয়েছে ২০১১-জুন মাসে।

[youtube LQeQgGgfHBo?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *