ইতালীর নগরী বোলজানুতে গত ২৬শে জানুয়ারী স্থানীয় এক মিলনায়তনে বোলজানুতে বসবাসকারী প্রবাসীদের একত্রীত করা ও তাদের মনে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষে শরীয়তপুর জেলা এসোসিয়েশন আয়োজন করে এক অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাঁতীও সঙ্গীত সহ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং শরীয়তপুর জেলার বিশিষ্ট স্থান ও বিশেষ বেক্তিদের জীবন বিত্তান্ত সাদা পর্দায় দেখানো হয়।অনুষ্ঠানে কিছু বক্তারা তাদের কষ্ট ও ক্ষোভ প্রকাশ করে বলেন ১৯৭১ থেকে যত সরকার ক্ষমতায় এসেছে, ততো সরকারী দক্ষিণ এশিয়ার উন্নয়নের কথা ভেবেছিলেন কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা ফরিদপুরের অবহেলিত শরীয়তপুরের কথা কোন সরকারী ভাবেননি!!! এছাড়া বিভিন্ন বক্তারা বলেন বাংলাদেশের সাংস্কৃতি যেন নতুন প্রজন্ম ভুলে না যায়, সেই দিকে খেয়াল রাখতে অনুরোধ করেন তাদের পিতামাতাদের। অনুষ্ঠানে নাচ,গান,কবিতা আবৃতি, কৌতুক ইত্যাদি উপস্থাপন করে হলভর্তি দর্শকদের উদ্দেশ্যে।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
ভাই আমি ইতালি আসতে ছাই কিভাবে আসবো বলেন. কাগজ যমা নিবে কবে বলেন. প্লিজ? ???