নাজমুল হোসেন,ইতালি থেকে …………ইতালির পালেরমো বৃহত্তর সুনামগঞ্জ জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রয়ারী সোমবার স্থানীয় মাচ্ছিম সিনেমা হলে আয়োজিত সমিতির সভাপতি বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ,সমিতির সাংঘটনিক সম্পাদক আশরাফ উদ্দিন এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা ও পরিচিতি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুবেল সর্দার, স্বাগত বক্তব্য রাখেন ফায়সাল। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান এর শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা হাজী রফিক,সহির আহমেদ চৌধুরী,উপদেষ্টা ও সিলেট বিভাগ সমিতির সভাপতি জাহিদ আহমেদ রুবেল,কাপ্তান মিয়া ,আব্দুন নুর,ফায়সাল ,ইকবাল হোসেন ,আলী হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত দর্শকদের কে নবঘঠিত সুনামগঞ্জ জেলা সমিতির কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দদের কে পরিচয় করিয়ে দেওয়া হয়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও লন্ডন থেকে আগত শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের উপভোগ্য করে তুলে। সংগীত পরিবেশন করেন লন্ডন থেকে অতিথি শিল্পী সাথী রানী ,ইতালির মিলান থেকে আগত রাকিবুল হাসান সোহান,চ্যানেল আই ইউ কের গানের ভুবনের উপস্থাপক জাকির হোসেন স্বপন,স্থানীয় শিল্পী মনছুর ,সেবুল,সুমা ,আফাজ মিয়া ,আব্দুস সালাম,পৌষী বৈদ্য,মুক্তার হোসেন,লিনা দেওয়ানজী ,জুয়েল রানা ,আলমগীর সহ আরো অনেকে। শিশু শিল্পী সপ্তম ও লুইসার নৃত্য দর্শকদের বাড়তি আনন্দ দেয়। সংগীতা অনুষ্ঠানে কি বোর্ড এ ছিলেন রতন কুমার গোষ ,পেডে তানিম ও তবলায় রুহিত।
উল্লেখ্য পালেরমোর বৃহত্তর সুনামগঞ্জ জেলা সমিতির কার্যকরী কমিটি ২০১৩ -১৪ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী প্রচুর বাংলাদেশী তাদের পরিবার পরিজন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]