• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির বর্তমান অবস্থা??স্বামী-স্ত্রী সহ তিন সন্তান নিয়ে ঘুমায় রাস্তায়,গাড়ির ভিতর!!

ByLesar

Sep 13, 2013

ইতালির বর্তমান অবস্থা??স্বামী-স্ত্রী সহ তিন সন্তান নিয়ে ঘুমায় রাস্তায়,গাড়ির ভিতর তাও আবার ইতালিয়ান পরিবার!! মন না চাইলেও ভাগ্যের এই নির্মম পরিস্থিতি বাধ্য করেছে অবশেষে স্ত্রি ও তিন সন্তান দের নিয়ে ‘রাস্তায় গাড়ির ভিতর ঘুমাতে’। এভাবেই বিশ্লেষণ করলেন Maurizaio নামক ইতালিয়ান তিন সন্তানের পিতা,আর এর জন্য তিনি দায়ি করলেন বিশ্ব অর্থনৈতিক মন্দাকে, যা ইতালিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলছে। Maurizioও তার স্ত্রি Anna এবং ২১ বছরের দুই যমজ মেয়ে এবং মাত্র ৮ বছরে পদার্পণ করা ছোট্ট মেয়েটি নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছে তারা ইতালির নগরী তরিনো এলাকার।পরিবারের পিতা জনাব মাউরিসিউ এর কাছে জানতে চাইলে সে তার জীবনের বর্ণনা দিয়ে বললেন, এমন এক সময় ছিল যখন আমাদের সুখের কোন কমতি ছিলোনা।

ঘটনার শুরু হয় যখন অর্থনৈতিক মন্দার কারনে আমার কাজ হারাতে হয়। সে একজন ট্রাক ড্রাইভার এবং এই কাজ করে মাসে ভালই বেতন পেতো এবং প্রায় অনেক বছর ধরে এই কাজ করতেন। কিন্তু Crisi এর কারনে এক সময় তার এই কাজ টি হারাতে হয়, এবং তার পর থেকেই তাদের পরিবারে নেমে আসে এই দুর্দশা।কাজ না থাকায় বাসা ভাড়া দিতে না পেড়ে বাসা ছেড়ে দিতে হয়। তারা ইতালির তরিনো নগরীর Via Cimarosa নামক রোডে থাকতেন। বাসা ছেড়ে দেওয়ার পর তাদের শেষ সম্বল তাদের গাড়ি। এখন কষ্ট করে হলেও স্বপরিবারে জীবন যাপন করছেন এই গাড়িতে।কোন রকম রাত্রি কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ে মাউরিসিউ “এই আশায় যে” কারো কাছে কোন সাহায্য পাওয়া যায় কিনা?। তার মেয়েরা কোন ভাবেই গাড়িতে ঘুমাতে পারেনা এবং এমন আবস্থায় সে ইতালিয়ান পৌরসভা থেকে শুরু করে সবার কাছে বিনীত অনুরোধ করেছেন একটি বাসা পাইয়ে দেওয়ার বা যদি কেউ থাকেন তাদের সাহায্যে এগিয়ে আসবেন।এবং তারা এভাবে বলেন যদি কেউ আমাদের একটি বাসা পেতে সাহায্য করেন তাহলে আমরা সারাজীবন তাদের মনে রাখবো এবং কৃতজ্ঞ থাকব। যদি কেউ মাউরিসিউ ও আন্না কে সাহায্য করতে চান তাহলে এই নাম্বারে ফোন করতে পারেন ৩৩৩-৩৬৮৫২৫২ । Maurizio e la sua famiglia dormono in auto, appello per una casa atc„Se qualcuno può darci una mano ad ottenere una casa Atc noi gli saremo riconoscenti per tutta la vita”. Chi volesse dare una mano a Maurizio e Anna può chiamare al numero di telefono 333-3685252.“

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *