জাহাঙ্গীর আলম সিকদারঃ মাথায় চিন্তা ঢুকলে মাথা থেকে বেরিয়ে আসা বাস্তবায়ন রুপ কে যেমন সারপ্রাইস মনে করি। কলমের কাজ ঐ সারপ্রাইস কে জনগনের মাঝে দর্পণের মত ছড়িয়ে দেওয়া যেন দায়বদ্ধতার স্বীকার। গতকাল ইং ১৬ -০৫-২০১৪ বাংলা ০২- জ্যৈষ্ঠ ১৪২১ রাত প্রায় ৯ টার দিকে আমার মোবাইলে দেখি অনেক গুলো Miss call । তবে দাদা সিরাজ সিকদারের ফোন আলাপের কথা ভেবে না গিয়ে পারলাম না কফি বারে। বাসা থেকে খুব দূরে নয় যে BAR এ বসব! গাড়ীর ভিতর গান শুনতে শুনতে চিন্তা করতেছি ছুটির সিজন শেষ প্রায়, এ মুহূর্তে কি এমন জরুরী আলাপ ? যাই হউক গাড়ি পার্ক করে ছোট ভাই নিপ্পনের কথা ভাবতেছি আর গাইতেছি হিন্দি গানের কলি তু চিজ বরি হ্যাঁ মাস্ত মাস্ত, দরজার কাছে BAR এ ঢুকতেই দেখি ওখানে রাজু ,Mithu, Mintu Biplob , Sahin সহ আরও অনেকেই রয়েছিল যতটুকু মনে পরে। যাই হোক অবশেষে এতো রাতে ফোন করার কারন উপলব্ধি করতে পারলাম। আর কারন টি ছিল এই,
বিগত দিনের ইতিহাসকে স্মরণ করে কফি বারের আড্ডা শেষে, পান্তা ইলিশের পরিবর্তে ভুনা খিচুরি আর গরুর মাংস খেয়ে বরন করল হাজার হাজার বছরের ঐতিহ্য আর ইতিহাস ডামুড্যাবাসীর লোকজন। সবাই যার যার কর্মস্থলে চলে যাবে এই আমেজে ছুটির শেষে নতুন বছরের সময়টাকে বন ভোজনের মাধ্যমে বরন করে নিল শান্তির বাণী হিসাবে। পাহাড় থেকে নেমে আসল হিমেল বাতাস খাওয়ার জন্য অনেকেই, কিন্তু ছিল মেঘাছন্ন আকাশ আর প্রবল বাতাস। তবুও পরিনত হল ডামুড্যাবাসীর বাংলা বর্ষবরন ও মিলন মেলা। সে এক নতুন আয়োজনে নতুন আনন্দ। ডামুড্যাবাসীর পক্ষ থেকে বাংলাদেশিদের ঐতিহাসিক ও সামাজিক সৃতি চরণ Via Bari , Don Bosko Park এ। সময়ের দাবী , খুশির দাবী স্বাধীনতার পর পর ২ টি থানার একটি ডামুড্যা থানা অন্যটি টঙ্গী পাড়া হয়েছিল তাই বিদেশের রুইয়ের চেয়ে দেশের পুটি ভাল অনেকেরি ধারনা। Naturn থেকে জাহাঙ্গীর চেয়ারম্যান, সিরাজ সিকদার ও পুরানো দিনের রমিজ ভাই কে পেয়ে পুরো পার্ক আরও আনন্দে ভরে উঠল। ছিল তারন্যে , ছিল শিশুদের ভরা আনন্দ।