• Mon. Nov ১১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির বোলজানোতে বাংলাদেশ পিপলস এসোসিয়েশন বোলজানোর কার্যকরী কমিটি গঠন!

ByJahangir Alam Sikder

Jul 3, 2014

ইতালির বোলজানোতে  ইতালির অন্যান্য প্তভিন্সের মত সামাজিক সংগঠন নুতন করে ২৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির রূপ দেয় বাংলাদেশ পিপলস এসোসিয়েশন গত ২১-জুন-২০১৪ রোজ শনিবার  via  josef  noldin  34/d,  39055  laives  BZ  তে এক সাধারন সভায় কার্যকরী পরিষদ গঠিত হয়। উপস্থিত সবাই আশাবাদী আগামীতেও সামাজিক কাজ ভাল করে করার জন্য প্রানপন চেষ্টা করে যাবে চলমান কার্যকরী পরিষদ।

 

Jahangir Alam Sikder

আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। আমি একজন অতি সাধারণ মানুষ। প্রায় ১ যুগ ধরে ইতালির বোলজানো শহরে বসবাস করছি। আর বোলজানোর প্রবাসী বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন কাজকর্ম গুলো লেখা লেখির মাধ্যমে সবার কাছে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে। My Website: www.jahangirsikder.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *