ইতালির নগরী মদেনায় এক মাসের সন্তানকে তার বাবা নিজের গাড়ির মধ্যে (ফিয়াত স্টাইল) রেখে বাজার করতে চলে যায়।মদেনায় গতকাল বেলা ১১ টার পরে via Viagnolese নামক রোডের একটি শপিং মলের সামনে একজন চাইনিজ বাবা তার এক মাসের সন্তারের মুখে বাঁচাদের ফিডারের চুসনী ঢুকিয়ে ঠোঁটের চারপাশে স্কচ লাগিয়ে দেয় যেনো বাচ্চাটি চিল্লাচিল্লি করতে না পারে,পরে বাচ্চাটিকে সূর্যের নিচে গাড়ি বন্ধ করে রেখে উনি শপিং মলে চলে যায় বাজার করতে। এক সময় শপিং মলের সেই গাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো এক পথচারি ঘটনাটি উপলব্ধি করলে, সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন। শেষে পুলিশ এসে গাড়ির ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করে, উল্লেখ্য উদ্ধারের সময় শিশুটির ১০৫ ডিগ্রি জর ছিল তাই তাকে অতিদ্রুত নিকটস্থ হাঁসপাতালে নিয়ে যাওয়া হয়। এক পর্যায় গাড়ির মালিক মানে শিশুটির বাবা এলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার নামে শিশু হত্যার একটি মামলা করা হয়।পুলিশ জানার চেষ্টা করছে কতো সময় ধরে বাচ্চাটি গাড়িতে বন্ধ অবস্থায় ছিল।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]