শোক সংবাদঃইতালির বোলজানোতে অবস্থানরত বাংলাদেশী সহ সকল মুসলমানদের অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে ,আজ ১৮/ ০৫ / ২০১৪ ইং বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা মির্জা লতিফুল হক সাহেবের শ্বশুর জনাব মোহাম্মাদ বিল্লাল হোসেন ভুঁইয়া বোলজানো হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর । মৃত্যুকালে তিনি তার স্ত্রী ১ ছেলে ৩ মেয়ে এবং আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে যান । আগামীকাল বিকাল ৫ টায় Cimitero Comunale 7 ,Via masso Della Pieve জানাজা অনুষ্ঠিত হবে ।আমরা ধর্ম প্রান মুসলমান সকলেই মরহমের বিদেহি আত্মার মাগফেরাত ও শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি ।
[[ আপনি জানেন কি? আমিওপারি ওয়েব সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা প্রকাশ করার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকেবঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন এখানে ক্লিক করে। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন বিস্তারিতু জানতে এখানে ক্লিক করুণ। ]]