• Mon. Dec ৪, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোম প্রবাসী পরিবারদের জন্য থাকা খাওয়া ফ্রি “নতুন একটি প্রোজেক্ট রোম কমুনির তরফ থেকে”

ByLesar

Nov 10, 2013

আসসালামুআলাইকুম আমিওপারির সকল পাঠকবৃন্ধদের। আশাকরি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সকলেই ভাল আছেন। ইতালিতে বসবাসকারি অনেক পাঠকগনই জানেন যে আমিওপারি তাদের পাঠকদের কাছে নতুনত্ব কিছু উপস্থাপনের মাধ্যমে ইউরোপ কিংবা ইতালিতে বসবাসরত প্রবাসীদের অবগত করে থাকে। যে বিষয়গুলো এখন পর্যন্ত অন্যকোন ওয়েব সাইট আদৌ প্রকাশিত করতে পারেনি। যাই হোক বরাবরের মত নতুনত্ব বিষয়ের মধ্যে আজকেউ আমিওপারি আপনাদের জন্য নিয়ে এসেছে দারুন একটি খবর- ইতালির রোমে যারা পরিবার নিয়ে আছেন তাদের জন্য কিছু শর্ত সাপেক্ষে আজীবন থাকা খাওয়া ও অন্যাণ্য সুযোগ সুবিধা দিবে কমিউনি দি রোমা। আপনাদের মধ্যে অনেকেই জানেন ইতালিতে কমুনির তরফ থেকে নানা ভাবে নানা রকম সাহায্য ও সহযোগিতা করে থাকে এবং প্রতি বছরি কমূনির পক্ষ থেকে বভিন্ন রকমের প্রোজেক্ট বেড় হচ্ছে, তবে আমাদের অনেকেই সেই প্রোজেক্ট গুলো সম্পর্কে জানতে পারি না বলে এই সুযোগ গুলো থেকে বঞ্চিত হচ্ছি। কাজেই এখন থেকে আপনাদের জন্য রয়েছে আমিওপারি ডট কম। এখন থেকে আপনারা আমিওপারির মাধ্যমে এসকল গুরুত্বপূর্ণ তথ্য গুলো জেনে নিতে পাড়বেন কাজেই আপনাদের মধ্যে কমুনি থেকে বেড় হওয়া যেকোনো প্রোজেক্ট এবং বর্তমানের প্রোজেক্ট এর সুবিধাটি প্রবাসী বাঙ্গালির মাঝে তুলে ধরতে এবং এ সকল পরিবারদের একত্রিত করে তাদের মধ্যে বাছাই করা থেকে শুরু করে তাদেরকে এই সুবিধাটি নিশ্চিত করতে জনসেবামূলক সেবা দিবে আমিওপারি ডট কম। আর এই সুবিধাটি গ্রহন করতে পরিবারটিকে কিছু কিছু শর্তের আওতায় থাকতে হবে। নিম্নে শর্তগুলো হলো-
১. আবেদন কারী পরিবারকে স্বামী ও স্ত্রী দুই সদস্যের হতে হবে।
২. তাদের যে কোন একজনের নিজ নামে বাসা ভাড়া থাকতে হবে।
৩. তাদের অবশ্যই কমুনিউ দি রোমা এর রেসিডেন্স হতে হবে।
৪. পরিবারের যে কোন একজনের কার্তা দি সোজর্ন থাকতে হবে।
৫. তাদের সকল ডকুমেন্ট ও কাগজ পত্রের মেয়াদ থাকতে হবে।

উপরোক্ত শর্তগুলো মেনে আগ্রহী পরিবারগণ আবেদন করতে পারবেন। কমূনি দি রোমা  এ সুবিধা দেওয়ার বিনিময়ে তাদেরকে কিছু কাজ দিবে ঐ কাজটি দায়িত্বের সাথে পালন করলেই আজীবন তারা কমুনিউ থেকে সুবিধা লাভ করবে। কাজটি হলো অপ্রাপ্ত বয়স্ক মানে যাদের বয়স ১৮ এর কম এরকম ২থেকে ৪জন নাবালক ছেলে অথবা মেয়েকে কমুনিউ থেকে লালন পালনের জন্য দায়িত্ব দিবে। পরিবারটিকে ঐ ছেলে মেয়েদের নিজেদের সন্তানদের মত লালন পালন করতে হবে। মানে আপনার আজকে যে বাসা ভাড়া করে থাকেন যদি আপনাদের কে সিলেক্ট করা হয়। তখন থেকে আপনার বাসা ভাড়া কমুনি বহন করবে। এবং আপনার বাসার মাপের উপর বিবেচনা করে আপনাদের সাথে ২ বা ৩ জন নাবালক ছেলে/মেয়ে কে আপনাদের সাথে থাকাতে দিবে এবং আপনাকে নিজের ছেলে মেয়ের মতো ওদের দেখাশোনা করতে হবে। এবং কখনো ওদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর যখন ওদের মধ্যে কারো বয়স ১৮ বছর পেরিয়ে যাবে, তখন তাকে আপনাদের কাছে থেকে আলাদা করে ফেলা হবে এবং তার পরিবর্তে আবার নতুন একজন নাবালক কে আপনাদের সাথে থাকতে দেওয়া হবে, এবং এভাবে আপনি চাইলে সব সময় থাকতে পাড়বেন। লক্ষনীয় বিষয় হলো- পরিবার ও ঐ সকল ছেলে মেয়েদের বাসা ভাড়া থেকে শুরু করে খাবার, পোশাক ও অন্যান্য যাবতীয় সুবিধা কমুনিউ প্রদান করবে। এ সকল সুবিধা নিতে আগ্রহী পরিবারগণ বিস্তারিত জানতে নিচের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা নিচে আমিওপারির অফিসিয়াল ইমেইল এড্রেস দেওয়া হলো সেখানে ইমেইল করেও বিস্তারিত জানতে পাড়বেন।

বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন করুনঃ সুলতান ৩৮৮ ৩৬৩১৫০৩ ফোন করে বলবেন আমিওপারি থেকে বলছি

আর আমাদের কাছে ইমেইল করতে পারেনঃ info@amiopari.com

এবং আপনাদের একটি কথা বলে রাখছি আগে থেকে, যে আমিওপারি আপনাদের জন্য আরো অনেক মজার মজার খুব গুরুত্বপূর্ণ সারপ্রাইজ নিয়ে আসছে যা আপনাদের প্রবাসের জীবন ধারা পালটিয়ে দিবে এবং আমাদের এই সেবা আপনাদের অন্য কেউ দিতে পারবেনা। কাজেই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে আমাদের সাথেই থাকুন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *