• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি প্রবাসীদের জন্য Bonus Energia ২০১৩

ByLesar

Sep 10, 2013

যারা ইতালি থাকেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন Bonus Energia জিনিসটা কি বা আসলে এটা দিয়ে কি করা হয়,তার নামও কখনো শুনেন-নি। এর একটাই কারন,আমরা বাঙ্গালীরা অনেক কিছু নিজেরা উপভোগ করবো কিন্তু অন্যকে ইচ্ছে করেই জানাবো না, জানালে ও হয়তো অনেক বড় কিছু একটা পেয়ে যাবে, এরকম মনে করেই নিজের ভিতর রেখে দেয়। অথচ এই খবরটা যদি অন্য একজন জানতে পারতো তাহলে সেই পরিবারটির জন্য সামান্য হলেও কিছু উপকারে আসতো। যাই হোক কাজের কথায় আসি। ইতালিতে যারা পরিবারবর্গ বা ব্যাচেলার থাকেন তাদের অনেকেই ইতালির অনেক নিয়ম কানন সম্পর্কে জানেন না। যেমন এখানে প্রতি বছর সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকে তারা প্রতি বছর অল্প আয়ের পরিবারদের জন্য নানান রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কিছু শর্ত সাপেক্ষে তারা নানা রকমের প্যাকেজ ছেড়ে থাকেন, এবং যারা সেই সময়ের মধ্যে নির্দিষ্ট শর্ত অনুযায়ী আবেদন করতে পারেন, তারাই সেই সব প্যাকেজ গুলো পেয়ে থাকেন।

ঠিক সেই রকম একটি প্যাকেজের নাম Bonus Energia ২০১৩ যেটি অ্যাপ্লাই করলে আপনার বাসার কারেন্ট বিল অনেক কমে আসবে এবং ইতালিয়ান কারেন্ট কোম্পানি থেকে আপনাকে ২০১৩ সালের জন্য বোনাস সরূপ ৭১ থেকে ৯১ বা সর্বোচ্চ ১৫৫ ইউরো পর্যন্ত আপনার টোটাল বিল থেকে এই পরিমান টাকা মাইনাস করা হবে। মানে আপনাকে তারা এই পরিমান ইউরো বোনাস হিসেবে দিবে। যেটা সরাসরি আপনাকে না দিয়ে আপনার বাসার নামে যে কারেন্ট বিল আসবে তা থেকে এই সমপরিমান ইউরো কর্তন করে দেওয়া হবে। এতে করে আপনার সামান্য হলেও উপকারে আসবে।

এটি যেকোন বাসার মালিক অ্যাপ্লাই করতে পারবে যার নামে  কারেন্ট এর কন্ট্রাক্ট রয়েছে। তবে এর জন্য যে পরিবারে ২ সন্তান তাদের ISEE  7.500 এর উপরে থাকলে হবে না। এবং যাদের পরিবারে তিন জন সন্তান বা এর অধিক তাদের ISEE  20.000 ইউরোর উপরে হলে হবে না।অনেকে হয়তো মনে মনে চিন্তা করতে পারেন যারা জানেন না, যে ISEE কি? আমাদের সাইটে একটি লেখা রয়েছে সেটা পরে নিতে পারেন যেখানে বলা হয়েছে আপনার সন্তান ইতালিতে আসার আগে বা পরে ওদের স্কুলে ভর্তি করার জন্য কি কি করনিও এবং সেই সাথে ISEE সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। যদি আপনার উপরে উল্লেখিত পরিমান ইসে থাকে তাহলে আপনি আপনার এলাকার যেকোনো Caf(Centro assistenza fiscale)  নামক অফিসে গিয়ে ওদের বললেই হবে Devo fare la richiesta per Bonus Energia 2013 এই কথাটা বাংলায় উচ্চারন করলে যেরকম হবে (দেভো ফারে লা রিকিয়েস্তা পের বনুস এনেরজিয়া দুয়ে মিলা ত্রেদিচি) ব্যাস এ কথা ওদের গিয়ে বললে ওরা আপনার ডকুমেন্ট চাইবে সেগুলো দিয়ে ওদের কাছ থেকে ফর্মটি পূরণ করিয়ে পোস্টের মাধ্যমে কারেন্ট কোম্পানির কাছে পাঠিয়ে দিতে হবে। উল্লেখ্য Caf অফিস কিন্তু এই কাজ গুলো ফ্রি করে দিয়ে থাকে যেমন আপনার ISEE বেড় করে দিবে এবং এই Bonus Energia ২০১৩ ফর্ম পূরণ করে দিবে,আবার অনেক Caf অফিস রয়েছে আপনার কাছে ১০ ইউরো বা ৫ ইউরো চাইতে পারে।তাই জেনে নিবেন কারা টাকা নেয় আর কারা নেয় না। কারন প্রতিটি এলাকায় প্রায় ২-৩ তার বেশি এই Caf এর অফিস রয়েছে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *