• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জেনে নিন ইউরোপের সকল বাঙ্গালী টিভি চ্যানেল গুলোর নতুন স্যাটালাইট নাম্বার

ByLesar

Oct 5, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা ইউরোপে বসবাস করি তাদের প্রায় অনেকের বাসা তেই নিজ নিজ ডিশ ও রিসিবার রয়েছে, যার মাধ্যমে আপনারা ইংল্যান্ড থেকে প্রচারিত বাংলা টিভি চ্যানেল গুলো উপভোগ করে থাকেন। এই ব্যবস্থাটি কিন্তু আগে ছিলোনা এখন হয়েছে। তাই এখন আমরা অনেক সহজে প্রবাসে থেকেও নিজের দেশের ছোঁয়া পেয়ে যাচ্ছি, আর এর জন্য আমাদের সকল প্রবাসিকে প্রতিটি চ্যানেল প্রতিনিধি এবং চ্যানেল পরিচালক দের ধন্যবাদ জানানো উচিত। তবে একটি জিনিস অনেক যন্ত্রণা দায়ক, যেমন কিছু দিন পর পরি তাদের চ্যানেল গুলো উধাও হয়ে যায়, মানে ফ্রিকুয়েন্সি নাম্বার পরিবর্তন হয়ে যায়। আর এ কারনে অনেকেই আর তাদের পছন্দের চ্যানেল গুলো দেখতে পারেন না, যতক্ষণ পর্যন্ত না তারা এই চ্যানেল গুলোর নতুন ফ্রিকুয়েন্সি নাম্বার দিয়ে পুনরায় রিসিবার সার্চ করাবেন ততোক্ষণ পর্যন্ত আর দেখতে পাবেন না। তাই অনেকের কাছে এই ব্যপারতি অনেক কষ্টের হয়ে দাড়ায়, বিশেষ করে যারা বাঙ্গালী কোলাহল থেকে একটু দূরে থাকেন তাদের জন্য। তাই আপনাদের সবার জন্য রয়েছে আমিওপারি ডট কম। এখন থেকে প্রবাস জীবনে যেকোনো ব্যপারে সব সময় আপনাদের সাথে থাকবে আমিওপারি ডট কম। তাহলে আর দেরি না করে নিয়ে নিন আপনাদের পছন্দের সেই চ্যানেল গুলোর নতুন ফ্রিকুয়েন্সি নাম্বার ( আপডেট করা হয়েছে ০৪-অক্টোবর-২০১৩). উল্লেখ্য এখানে একটি কথা না বললেই নয়।

আপনারা অনেকেই জেনে থাকবেন আমরা যেমন আপনাদের প্রবাস জীবনের সকল সমস্যার সমাধান নিয়ে কাজ করে যাচ্ছি, ঠিক তেমনি প্রবাসে থেকেও যাতে আপনারা কম্পিউটার দিয়ে সরাসরি লাইভ বাংলাদেশী টিভি চ্যানেল গুলো উপভোগ করতে পারেন তা নিয়ে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে ইতালি প্রবাসী আমাদের ভাই/বন্ধুদের মধ্যে একটি টিম যার নাম জাগোবিডি ডট কম। যাদের প্রধান কাজ কম্পিউটারের মাধ্যমে সরাসরি বাংলাদেশী প্রতিটি চ্যানেল দেখার ব্যবস্থা করে দেয়া, এবং প্রটিতি চ্যানেল এর লেটেস্ট খবরা খবর রাখা। কাজেই আজকে আমিওপারি আপনাদের যে চ্যানেল গুলোর গরম গরম আপডেট দিচ্ছে তা কিন্তু এই জাগোবিডি ডট কম এর অবদান। তাই আমি আপনাদের সবার কাছে একটি কথাই বলবো আপনারা আমিওপারি ও জাগোবিডি ডট কম এর জন্য দোয়া করবেন যাতে করে আমরা আপনাদের আরো অনেক কিছু উপহার দিতে পারি। আর এই পোস্টটি বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। যাতে করে প্রবাসে আমাদের প্রতিটি ভাই- বোনেরা যারা আমাদের কাছ থেকে একটু দূরে বসবাস করে তারা জেনো আপনাদের মাধ্যমে এই সমস্যা থেকে সমাধান পেতে পারে।ধন্যবাদ। নিচে আমরা অনেক গুলো জনপ্রিয় চ্যানেল এর নতুন স্যাটালাইট নাম্বার ছবি সহ দিয়ে দিলাম যাতে আপনাদের সহজে বুঝতে পারেন এবং এর বাইরেও যদি কোন চ্যানেল সম্পর্কে আপনাদের আগ্রহ থাকে তাহলে নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদের লিখে জানাবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সেই চ্যানেল এর নাম্বার এখানে পুনরায় এড করে দিবো।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *