• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি প্রবাসীরা!! জেনে নিন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে প্রতারণা করছে কি না?

ByLesar

May 1, 2014

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আমরা কিছুদিন আগে ইতালির মোবাইল অপারেটর নিয়ে একটি টিপস দিয়েছিলাম আপনাদের। এবং সেখানে বলা হয়েছিলো পরের পোস্টে আপনাদের এমন একটি টিপস দিবো যা আপনাদের অনেক উপকারে আসবে। কেননা ঐ টিপসটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভালোবাসার মানুষ কি আপনার সাথে প্রতারণা করছে? যেহেতু এই টিপসটি আমাদের অনেকের জন্য যেমন ভালো ফল নিয়ে আসবে(যারা ভালো মনের এবং তার পছন্দের মানুষকে ধোঁকা দিচ্ছে না, তাদের জন্য), ঠিক তেমনি আবার অনেকের জন্য অনেক ভারী পড়বে ( যারা তার ভালোবাসার মানুষের সাথে প্রতারণা করছে,তাদের জন্য). আর সে জন্য আমরা আমাদের সেই পোস্টে একটি ভোটাভুটির ব্যবস্তা করেছিলাম, যেখানে বলা হয়েছিলো যদি হা জয় যুক্ত হয় তাহলে আমরা এই টিপসটি সবার সাথে শেয়ার করবো, আর যদি না জয়যুক্ত হয় তাহলে আমরা শেয়ার করবো না। অবশেষে ৯৮% ভোট পাওয়া গিয়েছে হা বাবদ এবং ২% ভোট পাওয়া গিয়েছে না বাবদ। যেহেতু হা জয় যুক্ত হয়েছে কাজেই আমরা এখন আপনাদের সাথে দেই প্রতীক্ষিত আসাধারন মজার টিপসটি শেয়ার করবো। তবে আপনারা যারা নতুন এই পোস্টটি পড়ছেন দয়া করে এখানে ক্লিক করে আমাদের আগের লেখাটি পড়ে আসুন তা না হলে ঠিক মতো বুঝতে পারবেন না।

তো আপনারা তৈরি সেই টিপসটি দেখার জন্য? আমরা জানি আপনারা অনেকেই ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আমাদের এই টিপসটি দেখার জন্য। তাহলে আর দেরি কীসের নিচের ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন। উল্লেখ্য বর্তমানে আমরা শুধু ইতালিয়ান প্রবাসীদের জন্য এই ভিডিওটি বানিয়েছি, তবে আপনারা চাইলে আমরা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের জন্য এই ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিতে পারবো।

তাহলে নিচের ভিডিওটি দেখুন ভালো করে। 

[youtube m2U7ekDr5_o?modestbranding=1&rel=0 nolink]

ভিডিওতে যেভাবে বলা হয়েছে । আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ইমেইল এড্রেস এর মাধ্যমে : info@amiopari.com

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “ইতালি প্রবাসীরা!! জেনে নিন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে প্রতারণা করছে কি না?”
  1. Actually amader italir no theke Bd er no gulor info beshi proyojon.shei khetre Gp er Emon online reg er Kono bebostha ache?thskle kivabe?janaben?

    1. Dear palash bangladesh er guluo kora jay….bistarito jante amiopari site er akdon nice jogajog namok batone clik kore apnar bistarito likhe janan amra cesta korbo sahajjo korte

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *