• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস,বাসের টাইম টেবিল সহ কোথায় অবস্থান করছে সব কিছু।

ByLesar

Jun 18, 2013

আমরা যারা ইতালি থাকি তাদের প্রায় ৭০% প্রবাসী সরকারি যানবাহনে চলাচল করে থাকি। তাই অনেক সময় আমাদের অনেক লাইনের বাস চেঞ্জ করতে হয় কেথাও যেতে হলে এবং এর প্রতিটি বাসের জন্য বাস স্তপিজ\ফেরমাতায় অপেক্ষা করতে হয়।অনেক সময় দেখা যায় অনেক্ষন ধরে অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না বা বাসটি আসতে আরো কতো সময় লাগতে পারে তা জানা হয়ে উঠেনা এবং অবশেষে পরতে হয় নানা সমস্যায়। আবার অনেক সময় দেখা যায় একি রুটে অনেক গুলি বাস চলাচল করে তাই আপনি একটি নতুন এলাকায় গিয়ে বুঝে উঠতে পারছেন না কোন রুটের বাস কোথা থেকে কোথায় যায় বা কোন একটি বাসের ফুল টাইমটেবিল, মানে একটি বাস কতক্ষণ পর পর ছাড়ে বা এই লাইন এর বাসটি শেষ কয়টা পর্যন্ত চলবে ইত্যাদি ইত্যাদি। যদি এমন হয় যে এখন থেকে আপনি ঘরে বসে বা ঘরের বাইরে যেখানেই থাকেন না কেন মাত্র দুই ক্লিকে জেনে নিতে পাড়বেন আপনার বাসার নিচের বাসটি আপনার দারিয়ে থাকা স্তপিজে আসতে কতো সময় লাগবে বা বাসটি এখন কোথায় অবস্থান করছে বা বাসটির ফুল টাইমটেবিল তাহলে কেমন হয়? হে আজকে আপনাদের শেখানো হবে কিভাবে এই কাজটি করা যায়। এখানে আর একটি মজার ব্যাপার রয়েছে যেমন মনে করেন আপনার পরিচিত কেউ কোথাও কোন বাসের জন্য অপেক্ষা করছে কিন্তু সে জানতে পারছে না বাসটি আসতে কতক্ষন লাগবে বা এই বাসের পরিবর্তে অন্য কোন বাস ধরা যাবে কিনা? ইত্যাদি তথ্য গুলো আপনি ঘরে বসে তাকে বলে দিতে পাড়বেন। তো আসেন দেখি কিভাবে কি করতে হবে।

এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে ইতালির বাস সমিতির অ্যাটাক এর একটি অফিসিয়াল অনলাইন সাইট রয়েছে সেখানে যেতে হবে।

অ্যাটাক এর অফিসিয়াল সাইটে যেতে এখানে ক্লিক করুন।

ক্লিক করলে আপনাকে সাইটে নিয়ে যাবে সেখানে  অনেক গুলো অপশন দেখতে পাবেন, নিচের ছবিটি দেখুন তাহলে আরো ভালো করে বুঝতে পাড়বেন।

উপরে দেখুন টির দিয়ে সনাক্ত করা Bus waiting times and routes নামক লেখাতে ক্লিক করুন তাহলে আপনাকে অন্য আর একটি পেজে নিয়ে যাবে নিচের ছবিটি দেখুন।

এখানে উপরের ছবিতে দেখানে মতো বাসের নাম্বার দিয়ে Search বাটনে ক্লিক করুন তাহলে ঐ বাসের ডিরেকশণ চলে আসবে নিচের ছবিটি দেখুন

যেমন একটি বাস মিরপুর থেকে গুলিস্থান ও গুলিস্থান থেকে মিরপুর চলাচল করে তো আপনি এর কোন দিকের ডিরেকশণ সম্পর্কে জানতে চান তার উপর ক্লিক করুন তাহলেই আপনাকে ঐ লাইন এর বাস সম্পর্কে তথ্য জানাবে যেমন, বর্তমানে বাসটি কোথায় রয়েছে এবং এর পরবর্তী বাস কখন ছাড়বে ইত্যাদি ইত্যাদি। উপরের ছবিতে দেখেন, আমি ওখানে এই বাসের 409 Dest. Colli Albani (MA) নামক ডিরেকশণে ক্লিক করেছি। এবার আপনি আপনার মতো ডিরেকশণে ক্লিক করুন তাহলে নিচের ছবির মতো দেখতে পাবেন।

 

উপরের ছবিতে লক্ষ্য করুন Departures নামক ঘরে বাসটি প্রতি কতো মিনিট পর পর ছাড়বে তা দেখাচ্ছে। Bus Stops নামক ঘরে বাসের অবস্থান দেখাচ্ছে মানে এখানে এই লাইন এর একটি বাস Staz.ne Timurtina (MB)  নামক স্তপিজ বা কাপোলিনেয়াতে অবস্থান করছে, আর একটি বাস Bullicante/Malatesta নামক স্তপিজে অবস্থান করছে ও আর একটি বাস Arco Di Travertino/Tuscolana নামক স্তপিজে রয়েছে। এখানে প্রতি মিনিট এই বাসের অবস্থান অনুযায়ী আপডেট হবে তাই আপনি খুব সহজে বুঝতে পাড়বেন বাসটি এখন কোথায় রয়েছে। উল্লেখ্য ইতালির প্রতিটি বাস স্তপিজ বা ফেরমাতার আলাদা আলদা নাম রয়েছে আপনি বাস ফেরমাতার উপরে তাকালে দেখতে পাবেন যে আপনি যে ফেরমাতায় দারিয়ে আছেন তার নাম কি। নিচের ছবিটি দেখুন আমি একটি বাস ফেরমাতার ছবি দিয়ে দিলাম।

এখানে দেখুন এই ফেরমাতার নাম হচ্ছে Grotta Prefetta(Calderno Barca) তাই ভুল হওয়ার কোন কারন নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উল্লেখ্য এই কাজটি আপনি ঘরে বসে আপনার কম্পিউটার দিয়ে করতে পাড়বেন আর বাইরে থাকলে আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ইতালিতে এখন মাসে ১০ ইউরোতে ১ জিবি ইন্টারনেট সহ প্রতিমাসে ৫০০ মিনিট যেকোনো অপারেটরে ফোন করা যায়।

আপনাদের জন্য আমাদের রয়েছে আরো অনেক অনেক সারপ্রাইজ যা আপনারা কল্পনাও করতে পাড়বেন না তাই আমাদের সাথেই থাকুন আর প্রবাসের জীবনে নিজের জীবনকে করে তুলুন আরো সহজময়। এটি সবার সাথে শেয়ার করে তাদের জানতে সাহায্য করুন নিজে শিখুন এবং অন্যকে শেখানোর  ব্যবস্তা করে দিন এবং আমাদের সাইটের সাথে থাকুন ও সবাইকে বুলুন আমিওপারি। আপনারা আমাদের ফেসবুক পেজে আরো অনেক মজার মজার ভিডিও ও তথ্য পাবেন আমাদের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করুন ওখানে গিয়ে লাইক বাটকে ক্লিক করুন তাহলে আমাদের প্রতিটি লেখা প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার ফেসবুক ওয়ালে দেখতে পাবেন। আর কোন সমস্যা থাকলে নিচে কমেন্টে আমাদের জিজ্ঞেস করতে পারেন আমরা চেষ্টা করবো সাহায্য করতে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *